মালদহে ডিএম হচ্ছেন দ্বিবেদী
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মালদহে জেলাশাসকের পদে শরদ দ্বিবেদীকে নিয়োগ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের সিদ্ধান্ত রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তকে জানানো হয়েছে। সুনীলবাবু জানান, আজ, শুক্রবার ওই নির্দেশের কথা লিখিত ভাবে জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারকে। এসজেডিএ-র আর্থিক কেলেঙ্কারিতে মালদহের জেলাশাসক গোদালা কিরণকুমারকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। তার পরেই রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র জানান, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। তাই মালদহের নতুন জেলাশাসক নিয়োগের জন্য নির্বাচন কমিশনের অনুমোদন দরকার। রাজ্য সরকার মঙ্গলবার তিন আইএএস অফিসারের নাম পাঠায় নির্বাচন কমিশনের কাছে।
|
বারসই স্টেশনে থামবে শতাব্দী
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর লাগোয়া বিহারের বারসই স্টেশনে বৃহস্পতিবার থেকে শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ চালু করল রেল। বৃহস্পতিবার বিকালে এ কথা জানান রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। প্রতিদিন সকাল সাড়ে ৭ টায় এবং রাত ৮টা ১৯ মিনিটে বারসই স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সির উদ্যোগেই এই ব্যবস্থা চালু হয়েছে বলে দাবি কংগ্রেসের।
|
দু’টি ধর্ষণ, নালিশ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
|
দু’টি পৃথক ঘটনায় তরুণী ও বধূ ধর্ষণের অভিযোগ উঠেছে পাশের গ্রামের দুই যুবকের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুরের ডাহুয়া ও ট্যাংটাঘাট এলাকায় ওই দুটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে দুটি ঘটনার অভিযোগ পেয়েই ধর্ষণের মামলা করে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তরুণী ও বধূর মেডিক্যাল পরীক্ষা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
খুনে ধৃত পড়শি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
|
মধুপুরে তরুণী খুনের ঘটনায় জড়িত সন্দেহে পড়শি যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম সুব্রত রাহা। তার বাড়িতে ওই তরুণী মাঝেমধ্যে টিভি দেখতে যেতেন। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
|
ধৃত দুই দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • বানারহাট
|
ব্যবসায়ীর হাত থেকে টাকা ছিনিয়ে পালানোর সময় দুই বাইক আরোহী দুষ্কৃতীকে ধরল পুলিশ। তাদের হেফজাত ৭০ হাজার টাকা-সহ একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বানারহাট থানার পুলিশ ওই দুই জনকে ধরে। ধৃতরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। |
কর্ণধার ধৃত
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
প্রতারণার মামলায় অভিযুক্ত এক লগ্নি সংস্থার কর্ণধারকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে কোচবিহারের নাককাটির বাসিন্দা শঙ্কর বর্মন নিজেই আমানতকারীদের থেকে পালিয়ে বারবিশা থানায় গিয়ে আশ্রয় নেয়। |