নতুন অন্তর্বিভাগ চালু ও ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল চত্বরে টানা তিন ঘণ্টা মাইক বাজানোর অভিযোগ উঠল। বুধবার ডুয়ার্সের ধূপগুড়ি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তাঁর কথায়, “অনুষ্ঠানে মাইক চালানোয় কারও অসুবিধা হয়েছে বলে আমার অন্তত মনে হয় না।”
দুটি উদ্বোধনকে সামনে রেখে হাসপাতাল চত্বর-সহ হাসপাতালের বাইরে বেশ কয়েকটি মাইক লাগানো হয়। সকাল ৯ টা থেকে মাইক বাজতে শুরু করে। স্বাস্থ্য দফতর ও সরকারের সাফল্য খতিয়ান তুলে ধরতে অনেকে ভাষণ দেন। রোগীরা সমস্যা পড়েন। তাঁরা নার্স, স্বাস্থ্যকর্মীদের খোঁজ করতে থাকেন। বেশির ভাগ কর্মী অনুষ্ঠানে ব্যস্ত থাকায় দুপুর অবধি তাঁদের দেখা মেলেনি। কয়েকজন অবশ্য রোগীদের জানিয়ে দেন, ‘অনুষ্ঠানে মন্ত্রী এসেছেন। তাই মাইক বাজছে’। আওয়াজের মধ্যেই বহির্বিভাগে ১৫০ উপরে রোগী দেখতে হয় চিকিত্সকদের। |
হাসপাতাল চত্বরে মাইক।—নিজস্ব চিত্র। |
কয়েকজন জানান, সরকারি অনুষ্ঠান। তাই ভয়ে কেউ কিছু বলেননি। কিন্তু ওইভাবে বহির্বিভাগেও কাজ করাটা মুশকিল। যদিও জেলা স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকারও বলেন, “আওয়াজ নিয়ন্ত্রণে ছিল। কেউ অভিযোগ জানায়নি।”
এ দিকে, এ দিন পর্যাপ্ত চিকিত্সক ও নার্স নিয়োগ না করেই ৫ কোটি টাকা খরচ করে তৈরি ৫২ শয্যার নতুন বিভাগের উদ্বোধন করা হয়েছে বলে অভিযোগ। ৩০ শয্যার হাসপাতালে বর্তমানে চিকিত্সকের সংখ্যা ছয় জন। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রশাসনিক কাজে ব্যস্ত। নতুন বিভাগ চালু হয়ে গেলে ৮২ শয্যার হাসপাতাল ৫ জনকে দিয়ে চালানো সম্ভব কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। রয়েছে ১২ জন নার্স। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “স্বাস্থ্য ভবনে ১৮ জন চিকিসক ও ২৪ নার্স চেয়ে চিঠি দিয়েছি। তাঁদের কবে পাঠানো হবে তা জানি না। পরিষেবার স্বার্থে নতুন বিভাগ চালু করা হবে।” |