তৃণমূলে যোগ দিলেন আদিবাসী বিকাশ পরিষদের ‘বিক্ষুদ্ধ’ গোষ্ঠীর নেতা তথা পরিষদের শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান শুক্রা মুন্ডা। বৃহস্পতিবার বিকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। তাঁর সঙ্গে গাঠিয়া, লুকসান চা বাগান এলাকার প্রায় ৪ হাজার কর্মী সমর্থকও তৃণমূলে যোগ দিয়েছেন বলে শুক্রা দাবি করেন। মন্ত্রী গৌতমবাবু জানান, অবহেলিত তরাই ডুয়ার্স চা বাগান এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ শুরু করেছে সরকার। সেই উন্নয়নে আরও গতি আনতেই সবাই তৃণমূলে যোগ দিতে চাইছেন। এ দিন শুক্রা মুন্ডা তৃণমূলে যোগ দেন। শুক্রা জানান, আমি উন্নয়নের স্বার্থে দল বদল করলাম। তবে শ্রমিক সংগঠনের চেয়ারম্যান পদেই থাকছি।
দলীয় সূত্রের খবর, জন বার্লা ঘনিষ্ঠ শুক্রা মুন্ডা আদিবাসী বিকাশ পরিষদের উত্থানের সময় থেকেই প্রথম সারিতে ছিলেন। ২০১০ সালে মোর্চার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাঁকে পরিষদ থেকে সাসপেন্ড করা হয়। কিন্তু তিনি পরিষদের পতাকা ব্যবহার করেই তরাই ডুয়ার্সে সংগঠনের কাজ চালিয়ে যান। পঞ্চায়েত ভোটে তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট করে সাফল্য পান। এর আগে ২০১২ সালের ২৮ ডিসেম্বর নাগরাকাটায় সরকারি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী গাঠিয়া চা বাগানে শুক্রা মুন্ডার বাড়িতেও যান। কার্যত সেই থেকে শুক্রা মুন্ডার সাথে তৃণমূলের ঘনিষ্ঠতা তৈরি হয়। দলবদল প্রসঙ্গে এ দিন পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে বলেন, “শুক্রা মুন্ডার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না। পরিষদে তাঁর সাসপেনশন বহাল থাকবে।” |