টুকরো খবর
জিটিএ সদস্যের জামিনে মুক্তি
প্রায় তিন মাস পরে মুক্তি পেলেন জিটিএ সদস্য প্রভা ছেত্রী। বৃহস্পতিবার কার্শিয়াং আদালতের অতিরিক্ত দায়রা বিচারক তারক নাথ ভগৎ গোর্খা জনমুক্তি মোর্চা নেত্রীর অর্ন্তবর্তীকালী জামিন মঞ্জুর করেছেন। বর্তমানে তিনি শিলিগুড়ি সংশোধনাগারে বন্দি। এ দিন প্রভাদেবীর মামলার তারিখ না থাকলেও আদালতে তাঁর জামিনের আবেদন জানানো হয়। ৩ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। অগ্নি সংযোগ, জাতীয় সড়ক অবরোধ সহ ৬টি মামলায় তাঁকে গত ১৮ অগস্ট তাঁকে গ্রেফতার করা হয়। প্রভাদেবীর আইনজীবী রাজেন থাপা বলেন, “দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার কারণেই আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছেন। ” চলতি বছরের গত ১৯ জুন তৃণমূল সমর্থক এক ব্যবসায়ীর দোকানে আগুন লাগানোর অভিযোগের মামলায় এ দিন তিনি জামিন পেয়েছেন। জাতীয় সড়ক অবরোধ, সহ অনান্য বাকি মামলাগুলিতে ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন। বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে জিটিএর আরও ৯ জন সদস্য এখনও জেলবন্দি রয়েছেন। মোর্চার সহ সম্পাদক জ্যোতি কুমার রাই বলেন, “প্রভাদেবী জামিন পাওয়ায় আমরা খুশি। অনান্য জিটিএ সদস্যরাও দ্রুত মুক্তি পাবেন বলে আশা করছি।”

বরাদ্দ অমিল, গুদাম সিল
চাঁদমনি চা বাগান এলাকার বাসিন্দাদের রেশনের বরাদ্দ চাল, গম ডিলারের গুদামে না মেলার অভিযোগে তা সিল করে দিল প্রশাসন। বৃহস্পতিবার মাটিগাড়ার পতিরাম জোতে ঘটনাটি ঘটেছে। ওই রেশন দোকান তথা গুদামটি যাঁর তিনি পশ্চিমবঙ্গ এম আর ডিলার অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি ইউনিটের সম্পাদক ধীরেন সিংহ। ধীরেনবাবু বলেন, “গুদামে জিনিসপত্র রয়েছে। এ দিন সন্ধ্যা হয়ে যাওয়ায় ঠিক মতো মেলানো সম্ভব হয়নি। কাল সকালে প্রশাসনের কর্তারা এলে দেখিয়ে দেওয়া হবে।” ডেপুটি ম্যাজিস্ট্রেট সপ্তর্ষি নাথ যান। বলেন, “নথি মিলিয়ে দোকানটি সিল করে দেওয়া হয়েছে।”

দলবদল
তৃণমূলে যোগ দিলেন ফবর জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ তিনটে শাখা সংগঠনের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে দলে যোগদান করেছেন সাধারণ সম্পাদক প্রবাল রাহা সহ ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি অঞ্জন বন্দ্যোপাধ্যায়, জেলা যুব লীগ সম্পাদক নীহার সরকার, জেলা ছাত্র ব্লক সম্পাদক শুভঙ্কর মিশ্র, দলের সদর ব্লকের সম্পাদক রাজেশ কর, সদর উত্তর মণ্ডলের সম্পাদক শিবশঙ্কর ঘোষ রায়, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব ভট্টাচার্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় তাঁদের হাতে দলীয় পতাকা দেন। যোগ দেওয়া প্রবাল বাবু বলেন, “দলের বিষয়ে কোনও মন্তব্য আগেও করিনি। এখনও করব না। শুধু এতটুকু বলতে পারি, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছি।”

জেলে তল্লাশি
সংশোধনাগারে দুটি নাইন এমএম পিস্তল থাকার খবর পেয়ে দিনভর তল্লাশি চালাল শিলিগুড়ি পুলিশের অন্তর্ঘাত দমন শাখা। সঙ্গে বম্ব স্কোয়াডও। বৃহস্পতিবার। তল্লাশির সময় আগাগোড়া উপস্থিত ছিলেন ডিআইজি (কারা) বিপ্লব দাশগুপ্ত। বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা খুঁজেও কিছু পাওয়া যায়নি।

দু’টি দেহ উদ্ধার
অজ্ঞাত-পরিচয় দুই যুবকের দেহ হয়েছে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে নয়ানজুলি লাগোয়া জমি থেকে। ময়নাগুড়ি থানা চূড়াভাণ্ডার এলাকায় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে দেহ দু’টি দেখে পুলিশে খবর দেন। গরুচোর সন্দেহে সম্ভবত ২৫-৩০ বছরের দুই যুবককে পিটিয়ে মেরে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে।

অপহরণে ধৃত দুই
স্কুল ছাত্রী অপহরণে দুজনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গৌরব পাল ও জুয়েল দাস নামে দুজনকে শিলিগুড়ি আদালতে পাঠানো হলে তাঁদের জামিন নামঞ্জুর হয়ে যায়। বুধবার দুপুরে পরীক্ষা দিতে গিয়ে স্কুল থেকে নিখোঁজ হন শিলিগুড়ির সুকান্তপল্লির ওই কিশোরী।

১৫ই চা দিবস

আগামী ১৫ ডিসেম্বর নবম আর্ন্তজাতিক চা দিবস পালিত হবে ডুয়ার্সের পাটকাপাড়া চা বাগানে। চা শ্রমিক সংগঠনের নেতারা এতে অংশ নেবেন। মজুরি বৃদ্ধি থেকে জমির অধিকার সব বিষয়েই আলোচনা হবে। দিল্লি থেকেও চা শ্রমিক সংগঠনের সদস্যরা আসবেন বলে জানানো হয়েছে।

হুমকি দিয়ে ধৃত ২
সুপারি ব্যাবসায়ীদের ফোনে হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টায় দুই যুবককে ধরেছে পুলিশ। বুধবার ত্রিবেণী টোল এলাকা থেকে। ধৃতদের নাম রাকেশ তামাঙ্গ ও বিজয় দর্জি। নভেম্বরের প্রথম থেকে জয়গাঁর সুভাষপল্লির ৪ ব্যবসায়ীর মোবাইলে ফোন করে টাকা চেয়ে তারা হুমকি দিচ্ছিল।

দেহ উদ্ধার

দোকানের ভিতর থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহরের কোর্ট মোড় এলাকায়। পুলিশ জানায় মৃতের নাম বাবলু দাস (৫৫)।

ধৃত দুই লিঙ্কম্যান
কেএলও লিঙ্কম্যান সন্দেহে দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার খড়িবাড়ি থেকে। ধৃত অনিল সিংহ ও বিজয় সিংহ খড়িবাড়ির ডাঙ্গরভিটা এলাকার বাসিন্দা।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.