পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচন হয়েছিল ছ’দফায়। সারা দেশে গত লোকসভা নির্বাচন এবং বাংলায় জুলাইয়ের পঞ্চায়েত ভোট পাঁচ দফায় হয়েছে। এ বার সাধারণ নির্বাচনের ধাঁচেই কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীন কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন হবে চার দফায়। সেই তারিখগুলি হল ১৬, ১৮, ২১ এবং ২৮ জানুয়ারি। এই ব্যবস্থায় ছাত্রভোটকে কেন্দ্র করে কলেজে কলেজে লেগে থাকা গোলমাল অনেকটা কমবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।
ছাত্র সংসদের নির্বাচন পরিচালনা করতে বিশ্ববিদ্যালয়গুলিকে নিজস্ব নির্বাচন কমিশন তৈরি করতে বলেছিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সেই কমিশনের মাথায় থাকবেন উপাচার্য। তাতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ ও প্রশাসনিক প্রধানদের প্রতিনিধিরাও থাকবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গড়া কমিশন বৃহস্পতিবার বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে, জানুয়ারির ১৬, ১৮, ২১ এবং ২৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে এবং তাদের অধীন ১৪০টি কলেজে ছাত্রভোট হবে। তার জন্য নির্দিষ্ট বিধির খসড়া তৈরি করেছে বিশ্ববিদ্যালয়। উপাচার্য সুরঞ্জন দাস জানান, আজ, শুক্রবার সিন্ডিকেটের বৈঠকে সেই বিধি চূড়ান্ত হবে।
|
কবে কোথায় নির্বাচন |
১৬ জানুয়ারি
কলকাতার কলেজ |
১৮ জানুয়ারি
কলকাতার কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলি |
২১ জানুয়ারি
কলকাতা ও হাওড়ার কলেজ |
২৮ জানুয়ারি
দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির কলেজ |
|
কী থাকছে ওই বিধিতে?
সুরঞ্জনবাবু বিশদ ভাবে কিছু বলতে চাননি। তিনি বলেন, “আমি অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার পক্ষপাতী। আর চাই, প্রার্থী হওয়া এবং ভোট দেওয়ার অধিকার অর্জনের জন্য ন্যূনতম ৫৫ শতাংশ হাজিরা থাকাও বাধ্যতামূলক হোক।”
ছাত্রভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মঙ্গলবার লালবাজারে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, ১৬, ১৮ এবং ২১ জানুয়ারি শুধু মহানগরের মধ্যে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৮০টি কলেজে ভোট হবে। উপাচার্য এ দিন জানান, ওই তিন দিনেই কলকাতায় তাঁদের বিভিন্ন কলেজে ছাত্রভোট হবে। ১৮ তারিখে শহরের কিছু কলেজের সঙ্গে সঙ্গে নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসেও। ২১ জানুয়ারি শহরের কয়েকটি কলেজ ছাড়াও হাওড়ার কলেজে নির্বাচন হবে। আর ২৮ জানুয়ারি নির্বাচন হবে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজে। যে-সব কলেজে সকাল, দিবা, সান্ধ্য তিন শিফটে ক্লাস হয়, সেগুলিতে নির্বাচন হবে তিন দিনে।
৩১ জানুয়ারির মধ্যে সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট শেষ করতে হবে বলে বিশ্ববিদ্যালয়গুলিকে লেখা চিঠিতে জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। এক-একটি বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীন কলেজে একই দিনে ভোটের কথাও ছিল সেই চিঠিতে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছ’টি ক্যাম্পাস এবং তাঁদের অধীন প্রায় দেড়শো কলেজের নির্বাচন এক দিনে করা সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানান।
পড়শি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট ৩১ জানুয়ারি। তাই ৩০ জানুয়ারির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শেষ করতে বলেছে রাজ্য সরকার। তা মেনে ৩০ তারিখের মধ্যেই ফলপ্রকাশ করা হবে বলে জানান কর্তৃপক্ষ। |