বিদ্যুৎকেন্দ্রে আগুন
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি |
আগুন লাগায় বুধবার রাত থেকে বিকল হয়ে পড়েছে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিট। বিদ্যুৎকেন্দ্র সূত্রের খবর, বুধবার রাত দশটার পরে আচমকা ওই ইউনিটে আগুন লাগে। কেন্দ্রের অগ্নিনিবার্পক ব্যবস্থা ও দমকল বাহিনীর সাহায্যে রাত সওয়া ১১টা নাগাদ আগুন আয়ত্তে আসে। নিরাপত্তার কারণে আপাতত ইউনিটটি বন্ধ রাখতে হয়েছে বলে বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গিয়েছে। বর্তমানে ওই বিদ্যুৎকেন্দ্রে পাঁচ ও ছয়, এই দু’টি ইউনিটই চালু রয়েছে। ২৫০ মেগাওয়াট করে দু’টি ইউনিটের উৎপাদন ক্ষমতা মোট ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। পাঁচ নম্বর ইউনিটের যেখানে টারবাইন জোন রয়েছে, সেখানে দু’টি পাইপলাইন আছে। একটি স্টিমলাইন। অন্যটি তেলের। তদন্তকারী অফিসারদের অনুমান, তেলের লাইন কোনও ভাবে ফেটে তেল স্টিমলাইনের উপর পড়ায় আগুন লেগে থাকতে পারে। বিদ্যুৎকেন্দ্রের সিনিয়র ম্যানেজার সৌরভ ভট্টাচার্য বলেন, “এ সবই সম্ভাবনা। ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে দ্রুত আগুন আয়ত্তে আসায় বড় রকমের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।”
|
কলেজে ভর্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে চার মাস পেরিয়ে গেলে এখনও জেলার কোনও কলেজে ঠাঁই হয়নি পুরুলিয়ার শতাধিক ছাত্রছাত্রীর। ভর্তি না হতে পারে ওই ছাত্রছাত্রীদের অবিলম্বে ভর্তি করার দাবি জানিয়ে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হল ডিএসও। ওই ছাত্র সংগঠনের পক্ষে স্বদেশপ্রিয় মাহাতো বলেন, “জেলায় কোনও কলেজেই তাঁরা ভর্তি হতে পারছেন না। অবিলম্বে তাঁদের ভর্তি করতে হবে।” পুরুলিয়া মফস্সল থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা জাহিরউদ্দিন আনসারি, শ্যামপুর গ্রামের টুম্পা গোপদের হতাশা, “আমরা এখনও কোন কলেজেই ভর্তি হতে পারিনি। জানি না, আদৌ ভর্তি হতে পারব কিনা। সে ক্ষেত্রে আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে।”
|
বেহাল সেতু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট-সাঁইথিয়া রাস্তায় চিলা কাঁদরের উপরে থাকা সেতুটি প্রায় ভেঙে পড়েছে। তারাপীঠ যাওয়ার পথে ওই সেতুটি পড়ে। বছর খানেক আগে ওই সেতু পার হতে গিয়ে রামপুরহাট থেকে সাঁইথিয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলে সেতুটির একাংশ আরও ভেঙে যায়। কিন্তু এখনও সেতুটি সংস্কারের ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে সেতুটি আরও খারাপ হয়ে পড়ছে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। পূর্ত দফতরের (সড়ক) রামপুরহাট মহকুমার বিভাগীয় বাস্তুকার সুজয় রায় প্রতিহার বলেন, “দফতরের আধিকারিকেরা ওই রাস্তা এবং সেতুগুলি সরেজমিন পরিদর্শন করে গিয়েছেন। তাঁদের কাছ থেকে নির্দেশ বা পরিকল্পনা না আসা পর্যন্ত কিছু করা যাবে না।”
|
বাজারে ঢুকছে গাড়ি, যানজট
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
বাইপাস রাস্তা থাকা সত্ত্বেও বাস, ট্রাক, ট্রাক্টর অন্য রাস্তা ধরে বসতি এলাকায় ঢুকে পড়ছে। এ জন্য প্রতিদিন মানবাজার শহরের চৌমাথা ব্যাঙ্ক মোড়ে যানজট তৈরি হচ্ছে। পুলিশ যান নিয়ন্ত্রণ না করায় তাই ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, দিনের ব্যস্ত সময়ে পুরুলিয়া ও বাঁকুড়া থেকে মানবাজারে আসা গাড়িগুলি বাইপাস রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার নিয়ম। কিন্তু অনেক চালক ওই নির্দেশ মানেন না। তাঁরা ইন্দকুড়ি হয়ে গাড়ি নিয়ে সোজা বাজারে ঢুকে পড়েন। পুলিশের আশ্বাস, বাজারে যাওয়ার একমুখী রাস্তা ব্যবহারের ব্যাপারে তারা এ বার আরও নজর চালাবে।
|
পুকুরে ভাসল কিশোরীর দেহ
নিজস্ব সংবাদদাতা • বোরো |
পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। বোরো থানার পাটাপাহাড়ি গ্রামে একটি পুকুরে বৃহস্পতিবার সকালে ওই কিশোরীর দেহ ভেসে থাকতে দেখা যায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বছর পনেরোর ওই কিশোরীর পরিচয় জানা যায়নি। বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরী কয়েকদিন ধরে এলাকায় ঘুরছিল।
|