|
|
|
|
কিষান মান্ডি পরিদর্শনে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
জেলায় কিষান মান্ডি গড়ার কাজ কেমন চলছে, তা সরেজমিন খতিয়ে দেখলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। কৃষি দফতর সূত্রের খবর, নিতুড়িয়া, কাশীপুর, পুরুলিয়া ২, বরাবাজার, বলরামপুর ও মানবাজার ১ ব্লকে কিষান মান্ডি গড়ার কাজ চলছে। এ দিন অরূপবাবু নিতুড়িয়া, কাশীপুর ও পুরুলিয়া ২ ব্লকের কাজ খতিয়ে দেখেন।
২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলায় জেলায় এ ধরনের কিষান মান্ডি গড়ার ঘোষণা করেছিলেন। তার প্রক্রিয়া শুরু হয় ২০১২ সালে। পুরুলিয়ায় নির্মাণের কাজ শুরু হয়েছে চলতি বছরের মাঝামাঝি। রাজ্যের ক্ষেত্রে কাজ শেষের লক্ষ্যমাত্রা আগামী বছরের মার্চ মাস থাকলেও বৃষ্টির জন্য কাজে একটু বিলম্ব হয়েছে। কাশীপুরে গিয়ে অরূপবাবু মান্ডি তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “মন্ত্রী আগামী জুলাই মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা বলেছেন।” পুরুলিয়া ২ ব্লকে নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন অরূপবাবু।
পরে অরূপবাবু বলেন, “আমাদের লক্ষ্য, কৃষকেরা যাতে ন্যায্য মূল্যে তাঁদের উৎপাদিত সব্জি কিষান মান্ডি থেকে বিক্রি করতে পারেন। তাই আমরা দ্রুত নির্মাণ কাজ শেষ করতে চাইছি। আমাদের সাফ কথা, কাজে গতি বাড়াতে হবে। কৃষকরা যাতে ফসল তুলে ফড়েদের এড়িয়ে এই বাজার থেকে সরাসরি বিক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন, সেটা নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মান্ডিতে কৃষকদের জন্য বিক্রয় কেন্দ্র, গুদাম, প্রশাসনিক ভবন, বৈঠকের ঘর ইত্যাদি থাকবে। পরবর্তী পর্যায়ে এই কেন্দ্রের পাশেই গড়ে তোলা হবে হিমঘর। রাজ্যে আপাতত ৯১টি কিষাণ মান্ডি গড়ার কাজ চলছে। পরে আরও ৮১টি মান্ডি গড়ে তোলা হবে মন্ত্রী জানিয়েছেন। |
|
|
|
|
|