টুকরো খবর
মহিলার হার ছিনতাই, দেহ উদ্ধার বারাসতে
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দু-দু’টি অপরাধ ঘটল উত্তর ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারের অফিসের সামনে। বৃহস্পতিবার দুপুরে বারাসতে কাছারি ময়দান সংলগ্ন জেলাশাসক অফিস এলাকায় এক মহিলার কাছ থেকে হার-ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। অন্য দিকে, এ দিন দুপুরেই বারাসতের ময়নায় পুলিশ সুপার অফিসের কাছ থেকে অজ্ঞাতপরিচয়ের এক মহিলার দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দু’টি ঘটনাতেই কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ সামন্নাহার বিবি নামে শাসনের বাসিন্দা এক মহিলা আদালতের কাজ সেরে ফিরছিলেন। আদালতে একটি মামলায় তাঁর স্বামীর বিচার চলছিল। সেই সময় স্বামীর বন্ধু বলে পরিচয় দিয়ে কয়েক জন তাঁকে ৫০ টাকার নোটের একটি বান্ডিল দেয়। তারা বলে, এ টাকা মহিলার স্বামীরই। মামলার প্রয়োজনে লাগতে পারে বলে তারা দিতে এসেছে। এরপরে অপেক্ষাকৃত নির্জন জায়গায় গিয়ে ওই মহিলার সোনার কানের দুল ও ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায় ওই বন্ধুরা। ব্যাগে মোবাইল ফোন ও নগদ টাকা ছিল। পরে দেখা যায়, নোটের বান্ডিলের প্রথমটি ৫০ টাকার, বাকি নোটগুলি জাল। অন্য দিকে, এ দিনই ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ময়নার একটি কালভার্টের নীচ থেকে অজ্ঞাতপরিচয়ের এক মহিলার দেহ উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। বছর তিরিশের ওই মহিলাকে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারনা পুলিশের।

সরকারি অর্থ নয়ছয়, প্রধান-সহ অভিযুক্ত চার
সরকারি অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান-সহ চার পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ এর বিডিও এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন রায়দিঘি থানায়। অভিযুক্ত ব্লকের নগেন্দ্রপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের পাঁচুগোপাল হালদার, নির্বাহী সহায়ক নুরুল আমিন পেয়াদা, কর্ম সহায়ক অমলেন্দু সাউ, প্রাক্তন নির্বাহী সহায়ক গোবিন্দ কুমার এবং প্রাক্তন সচিব করিম বক্স মোল্লা। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান-সহ সহকর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ এনে কিছু বাসিন্দা গত সেপ্টেম্বর মাসে বিডিওর কাছে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বিডিও তদন্ত শুরু করলে এই আর্থিক দুর্নীতির হদিস পান। পুলিশের কাছে লিখিত অভিযোগে বিডিও ত্রিদিব সর জানিয়েছেন, উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, ইন্দিরা আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে আর্থিক গরমিল রয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকার কোনও হিসাব নেই। নেই আয়-ব্যয়ের উপযুক্ত কাগজপত্র। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

অস্ত্র-সহ ধৃত ব্যবসায়ী
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র।—নিজস্ব চিত্র।
খবর পেয়ে অভিযান চালিয়ে এক অস্ত্র তৈরির কারখানার হদিস পেল পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের শিবনগর এলাকায়। পুলিশ জানায়, ধৃত অস্ত্র কারবারীর নাম জয়নাল সর্দার। বাড়ি ওই এলাকাতেই। ধৃতের কাছ থেকে ৪টি পাইপ গান, একটি ড্রিল মেশিন ও কিছু আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার হয়েছে।

নাবালিকাকে ‘নিগ্রহ’, ধৃত
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবক গ্রেফতার হল। বৃহস্পতিবার, বরাহনগর থেকে। পুলিশ জানায়, ওই নাবালিকার মা পেশায় যৌনকর্মী। মেয়েটি বারুইপুরে দুর্বার মহিলা সমন্বয় কমিটির হোমে থাকে। কয়েক মাস আগে সে বরাহনগরের বাড়িতে আসার পরে তার মায়ের পরিচিত রাজু সাউ তার উপরে যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ। এ দিকে, বৃহস্পতিবার মালদহ থেকে উদ্ধার হলেন স্কটিশ চার্চ কলেজের নিখোঁজ দুই ছাত্রী। পুলিশ জানায়, এক জন বাড়িতে ফোন করে জানান, পার্ট ওয়ান পরীক্ষার ফল ভাল না হওয়ায় তাঁরা বাড়ি ফিরবেন না। এর পরেই এক জনের বাড়ি থেকে থানায় নিখোঁজ ডায়েরি হয়। মোবাইলের অবস্থান অনুসরণ করে তাঁদের খোঁজ মেলে।

বিদ্যালয়ে চুরি
স্কুল ঘর থেকে ১৫টি কম্পিউটার এবং ২টি প্রোজেক্টর মেশিন চুরির অভিযোগ উঠল। নদিয়ার গাংনাপুর থানার মাঝেরগ্রামে গৌরীসাইল-গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠের ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ এক কর্মী এসে দেখেন বিদ্যালয়ের দরজা খোলা। খবর পেয়ে আসেন বিদ্যালয়ের শিক্ষক ও গ্রাবাসীরা। প্রধান শিক্ষক আশিস বসু জানান, কমপক্ষে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কামদুনি যাচ্ছেন বাম নেত্রীরা
কামদুনি-কাণ্ডে দোষীকে আড়াল করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলে তার প্রতিবাদে শনিবার কামদুনি যাচ্ছেন চার বাম দলের নেত্রীরা। সিপিএম, সিপিআই, আরএসপি, ফব-র মহিলা সংগঠনের নেত্রীদের অভিযোগ, দিল্লি ধর্ষণে শাস্তি হয়ে গেল। কিন্তু ঘটনার সাত মাস পরেও কামদুনির অপরাধীদের শাস্তি হল না।

বাড়ি ক্রোক
নির্দিষ্ট সময়ের পরেও ঋণ শোধ না করায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার হাবরা পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বাড়ি ‘ক্রোক’ করল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ওই ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই কাউন্সিলরের কাছে ৪৪ লক্ষ টাকা পাওনা রয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.