মনোনয়নপত্র জমা দিতে বাধা, নালিশ সিপিএমের
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পারল না বামেরা। বিশ্ববিদ্যালয়ের ৪৭টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর রয়েছে নির্বাচন। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বামপন্থী শিক্ষক সংগঠনের নেতা শুভাশিস মণ্ডল বলেন, “গত সোম, মঙ্গলবার আমরা মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম। কিন্তু তৃণমূলের কয়েকজন আমাদের বাধা দেয়। তাই আমরা মনোনয়নপত্র জমা দিতে পারিনি।” অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মরণ কুমার দে বলেন, “এই অভিযোগ মিথ্যা। ওরা প্রার্থী ঠিক করতে পারেনি। তাই মনোনয়নপত্র জমা দিতেও পারেনি।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে কোনও গণ্ডগোলের খবর আমার জানা নেই।”
|
শিক্ষকদের ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সর্বশিক্ষা মিশনের টাকা কেন ফেরত গেল-এই কৈফিয়ত চেয়ে স্থানীয় ক্লাবের সদস্যরা ঘেরাও করল শিক্ষকদের। বৃহস্পতিবার দুপুরে বীরপুরের হরিদ্রাপোতা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এ দিন দুপুর দেড়টা নাগাদ ক্লাবের সদস্যরা প্রধান শিক্ষক অলোক মণ্ডল-সহ শিক্ষকদের ঘেরাও করে। খবর যায় নাকাশিপাড়া থানায়। পুলিশ এসে শিক্ষকদের ঘেরাও মুক্ত করে। অলোকবাবু বলেন, ‘‘স্কুলের উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার গিয়েছে। তাই উপরে এই মুহূর্তে নতুন শ্রেণিকক্ষ তৈরি করা যায়নি। স্কুল পরিদর্শকের নির্দেশে টাকা ফেরত দিয়েছি।’’ নাকাশিপাড়া পূর্ব চক্রের পরিদর্শক সরিফুদ্দিন শেখ বলেন, ‘‘সমস্যার জন্য ওই স্কুলে কক্ষ বানাতে দেরি হচ্ছিল। তাই টাকা ফেরত দিয়েছেন প্রধান শিক্ষক।
|
স্কুল থেকে চুরি কম্পিউটার
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
স্কুল ঘর থেকে ১৫টি কম্পিউটার এবং ২টি প্রোজেক্টর মেশিন খোয়া যাওয়ার অভিযোগ উঠল। নদিয়ার গাংনাপুর থানার মাঝেরগ্রামে গৌরীসাইল-গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠের ঘটনা। স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ এক কর্মী এসে দেখেন বিদ্যালয়ের দরজা খোলা। খবর পেয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও আশপাশের লোকেরা ভেতরে ঢুকে দেখেন সব লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস বসু বলেন, “কমপক্ষে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ছাত্রদের কম্পিউটারের ক্লাস নেওয়ার সমস্যা হচ্ছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।”
|
ধর্ষণ কাণ্ডে যুবকের কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় সুভাষ বিশ্বাস নামে এক যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর জেলা আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (প্রথম) স্বপ্না দত্তপাল সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী মঙ্গলময় মুখোপাধ্যায় বলেন, “২০১২ সালের ১২ ফেব্রুয়ারি কোতওয়ালির সুবর্ণবিহারের বাসিন্দা ওই যুবক প্রতিবেশী পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছিল। বিচারক ওই যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।”
|
অধীরের বিরুদ্ধে আর্জি খারিজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন বাতিল করে দিল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি ইন্দ্রজিৎ চট্ট্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, সরকার জামিনের বিরোধিতা করে মামলা করার আগেই বহরমপুর আদালত থেকে অন্তর্বর্তী জামিন পন রেল প্রতিমন্ত্রী। দিন কয়েক আগে ওই আদালত তাঁকে আগাম জামিন দিয়েছে। ফলে অন্তর্বর্তী জামিন খারিজের মামলা এখন ‘মূল্যহীন’ হয়ে গিয়েছে। রাজ্য চাইলে অন্তর্বর্তী নয়, আগাম জামিনের মামলা খারিজের জন্য আলাদা আবেদন করতে পারে।
পুরনো খবর: অধীরের খাসতালুকে ফুল ফুটল তৃণমূলের
|
পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে দুঃস্থদের পাট্টা বিলি করল কান্দি পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ১৮৯ জনকে পাট্টা প্রদান করা হয়েছে। তাঁদের গড়ে দুই থেকে পাঁচ শতক করে জমি দেওয়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের সুকান্ত ত্রিবেদী।
|
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
সমবায় সমিতির প্রথম পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বুধবার রেজিনগরের রামপাড়া কৃষি সমবায় সমিতির ওই নির্বাচনে ছয়টি আসনের মধ্যে চারটি আসনে জয়ী হয় তৃণমূল। বাকি দুটি আসন দখল করে আরএসপি সমর্থিত প্রার্থীরা। |