টুকরো খবর |
নিম্ন মানের ক্রীড়া সরঞ্জাম বিলির নালিশ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
খেলাধুলার জন্য জেলার ক্লাবগুলিকে যে ক্রীড়া সরঞ্জাম বিলি করা হয়েছিল তা নিম্ন মানের বলে অভিযোগ উঠল জেলা যুব কল্যাণ দফতরের বিরুদ্ধে। জেলার বিভিন্ন ক্লাবকে দেওয়া অনুন্নত মানের ফুটবল, ভলিবল দেওয়া নিয়ে এগরা-২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি দফতরে অভিযোগও জমা পড়েছে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন বলেন, “জেলা যুব কল্যাণ দফতরের সরবরাহ করা ফুটবল ও ভলিবলের নমুনা-সহ অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ করার জন্য যুব কল্যাণ দফতরকে বলা হয়েছে।” জেলা যুব কল্যাণ আধিকারিক অসীম পাল বলেন, “বিভিন্ন ব্লকে ক্লাবগুলিকে বিলির জন্য ক্রীড়া সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে আমাদের কাছে ওই ক্রীড়া সরঞ্জাম নিয়ে কোনও অভিযোগ আসেনি। বিষয়টি তদন্ত করা হবে। প্রয়োজনে ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করা হবে।” জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, গত মে মাসে জেলার ২৫টি পঞ্চায়েত সমিতি ও ৫টি পুরসভা এলাকার বিভিন্ন ক্লাবকে বিলির জন্য যুব কল্যাণ দফতর কয়েক লক্ষ টাকার ক্রীড়া সরঞ্জাম কেনার জন্য টেন্ডার ডাকে। কলকাতার একটি সংস্থাকে টেন্ডারের মাধ্যমে ক্রীড়া সরঞ্জাম সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যে জেলার অধিকাংশ ব্লকে ওই ক্রীড়া সরঞ্জাম সরবরাহও করা হয়েছে।
|
তৃণমূলের মিছিল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
বেলপাহাড়িতে মিছিল।—নিজস্ব চিত্র। |
মাওবাদীদের পিএলজিএ সপ্তাহ চলাকালীন বেলপাহাড়িতে ‘সংহতি পদযাত্রা’ করল তৃণমূল। বৃহস্পতিবার বাঁশপাহাড়ি থেকে বেলপাহাড়ি পর্যন্ত ওই পদযাত্রায় সামিল হন হাজার খানেক তৃণমূল কর্মী-সমর্থক। নেতৃত্বে ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীবদন মাহাতো, জেলা পরিষদের তৃণমূল সদস্য বিকাশ সিংহ প্রমুখ। |
|