পুরপ্রধান নির্বাচন ১৬ ডিসেম্বর
গামী ১৬ ডিসেম্বর মেদিনীপুর পুরসভার পুরপ্রধান নির্বাচনের জন্য দিন নির্দিষ্ট হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ওই দিন সকাল ১১টায় সদ্য নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ হবে। তারপরই হবে পুরপ্রধান নির্বাচন। উপস্থিত থাকবেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। অমিতাভবাবুই পুরসভার প্রশাসক হিসেবে কাজ করছেন। এ বার মেদিনীপুর পুরসভা একক ভাবে দখল করেছে তৃণমূল। ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। ইতিমধ্যে পরবর্তী পুরপ্রধান হিসেবে প্রণব বসুর নাম ঘোষণা করা হয়েছে। কলকাতায় এই নাম ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বোর্ডেও প্রণববাবুই পুরপ্রধান ছিলেন। তবে তখন পুরসভা ছিল কংগ্রেস-তৃণমূল জোটের দখলে। এ বার মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলরদের মধ্যে নতুন মুখই বেশি। জয়ী ১৩ জনের মধ্যে মাত্র ৪ জনের পুর-প্রতিনিধি হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। প্রণব বসু ছাড়া বাকি তিন জন হলেন শিপ্রা মণ্ডল, শ্যামল ভকত এবং রাধারানি বেরা। বাকি ৯ জনই প্রথম কাউন্সিলর। উপপুরপ্রধান এবং পুরপ্রধান- পারিষদের (সিআইসি) নাম এখনও ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে খবর, এ নিয়ে আলোচনা চলছে। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোত্‌ ঘোষ বলেন, “এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। পরে হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.