জঙ্গলমহলে বিদ্যুত্‌ বিল মকুবের দাবি
ফায় দফায় বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে পথসভা করে প্রশাসনিক মহলে স্মারকলিপি দিল ‘সারা বাংলা বিদ্যুত্‌ গ্রাহক সমিতি’র ঝাড়গ্রাম আঞ্চলিক কমিটি। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের প্রায় তিনশো বিদ্যুত্‌-গ্রাহক প্রতিবাদ মিছিল করে পাঁচ মাথা মোড়ে জমায়েত হন। সেখানে এক পথসভায় সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক জগন্নাথ দাস, ঝাড়গ্রামের সংগঠক তপন রায় অভিযোগ করেন, দফায় দফায় বিদ্যুতের মাশুল বৃদ্ধির ফলে এমনিতেই গ্রাহকেরা জেরবার। তার পরে ফের মাশুল বাড়ানোর পরিকল্পনা চলছে। গত আড়াই বছরে ছ’বার বিদ্যুতের মাশুল বেড়েছে। এর পাশাপাশি, নতুন করে সিকিউরিটি মানি আদায় করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন তপনবাবুরা। এ ছাড়া জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে মিটার রিডিং নেওয়া হয় নি। এখন গ্রাহকদের কাছে একসঙ্গে বিপুল পরিমাণ অঙ্কের বিল পাঠানো হচ্ছে। যার পরিমাণ পাঁচ হাজার টাকা থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত। জঙ্গলমহলবাসীর স্বার্থে এই এককালীন বিপুল পরিমাণ বিল মকুব করার দাবি করেন তপনবাবুরা। সংগঠনের নেতারা উদাহরণ দিয়ে বলেন, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং মহকুমার সমস্ত গ্রাহকদের কয়েক বছরের বিল মকুব করে দিয়েছে রাজ্য সরকার। তাহলে জঙ্গলমহলের অশান্তিপর্বের সময়ের বকেয়া বিল কেন সরকার মকুব করবে না, সেই প্রশ্নও তোলা হয় ওই পথসভায়। সবশেষে ঝাড়গ্রামের মহকুমাশাসক এস অরুণপ্রসাদ এবং বিদ্যুত্‌ বন্টন সংস্থার ঝাড়গ্রাম গ্রাহক পরিষেবা কেন্দ্রের স্টেশন ম্যানেজার সরোজকুমার দে-র কাছে স্মারকলিপি দেওয়া হয়। সরোজবাবু বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করা হবে। বিপুল অঙ্কের বিলগুলি দেখে বিলের পরিমাণ কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.