|
|
|
|
কলেজের জন্য জমি দিলেন চাষিরা |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কলেজ তৈরির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া অনেকটাই এগোল মোহনপুরে। বৃহস্পতিবার মোহনপুর ব্লকের শিয়ালসাই পঞ্চায়েতের শ্রীরামপুর মৌজায় ৮ জন জমিদাতা ব্লক অফিসে এসে জমির দানপত্র জমা দেন। এঁদের অধিকাংশই পেশায় চাষি। শ্রীরামপুরে কলেজ তৈরির জন্য গত ১৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ে ১৭ জন জমিদাতা ৩ একর ২২ ডেসিমেল জমি দান করেছিলেন। ফলে কলেজ তৈরির জন্য প্রয়োজন ৫ একর জমির অধিগ্রহণ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হল। এলাকার অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রার বিশ্বজিত বড়ুয়া বলেন, “এ দিন ৮ জন জমিদাতা মোট ১ একর সাড়ে ৬৬ ডেসিমেল জমি দান করেছেন।” প্রসঙ্গত, ওই ব্লকে এত দিন কোনও কলেজ না থাকায় মূলত দাঁতনে ভট্টর কলেজ অথবা এগরায় সারদা শশীভূষণ কলেজই ছিল একমাত্র ভরসা। গত ১৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলদার জনসভা থেকে মোহনপুরে একটি কলেজ তৈরির কথা ঘোষণা করেন। তারপর প্রশাসনিকভাবে কলেজের জন্য জমি পেতে স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়। প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণের পর গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী শিলদার সভা থেকে প্রস্তাবিত কলেজর শিল্যানাসও করেন। ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ পাত্র বলেন, “সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিচ্ছেন। এটা তার প্রমাণ।” শিয়ালসাই পঞ্চায়েত প্রধান নিমাই বেরা বলেন, “একশো দিনের কাজের মাধ্যমে অধিগৃহীত জমি মাটি দিয়ে ভরাট করতে ৯৫ লক্ষ টাকার প্রকল্প তৈরি করে জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে।” |
|
|
|
|
|