টুকরো খবর
আলোচনায় দাঁতনের ইতিহাস
এলাকার আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। কলেজের প্রতিষ্ঠা দিবসেও তাই স্থানিক ইতিহাস চর্চাতেই ডুব দিল প্রাক্তনী সম্মিলনী। বৃহস্পতিবার দাঁতন ভট্টর মহাবিদ্যালয়ে ‘দাঁতনের ইতিহাস: ঐতিহ্য ও ভবিষ্যত্‌’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র কলকাতার চারুচন্দ্র কলেজের অধ্যাপক বিমলশঙ্কর নন্দ, ভট্টর কলেজের প্রাক্তন অধ্যাপক বিমলকান্তি সাঁতরা, কলেজের অধ্যক্ষ পবিত্রকুমার মিশ্র, প্রাক্তনী সমিতির সভাপতি বিক্রম প্রধান প্রমুখ। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর ভট্টর কলেজের প্রতিষ্ঠা হয়।
দাঁতন ভট্টর কলেজে সভা।
সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত বছর। আগামী ফেব্রুয়ারিতে হবে সমাপ্তি অনুষ্ঠান। এ দিন, কলেজের প্রতিষ্ঠা দিবসকে মনে রেখেই প্রাক্তনী সম্মিলনী ইতিহাস আলোচনার আয়োজন করে। দাঁতনের মোগলমারিতে খনন চালিয়ে খোঁজ মিলেছে প্রাচীন বৌদ্ধবিহারের। ভট্টর কলেজের অধ্যক্ষ পবিত্রবাবু বলেন, “নতুন প্রজন্মের কাছে দাঁতনের ইতিহাসের নিদর্শন তুলে ধরতে তার যথাযথ সররক্ষণ করা প্রয়োজন।” প্রাক্তনী সমিতির সভাপতি বিক্রম প্রধানের কথায়, “দাঁতনের ইতিহাস আমাদের গর্ব। সেই ঐতিহ্যকে অক্ষত রেখে দাঁতনকে পর্যটন মানচিত্রে তুলে ধরার বার্তাই আমরা দিতে চেয়েছি।”

ঝিলের জলে দেহ উদ্ধার
ঝিলের জলে ভাসতে থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম রবি কিস্কু (৪০)। বৃহস্পতিবার কেশিয়াড়ির বেগমপুর গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্থানীয় বাসিন্দা রবিবাবুর দেহ চাষের জমির ঝিলে ভাসতে দেখেন ঝিলের মালিক কাদা কিস্কু। খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। বুধবার বিকেলে সব্জি চাষি রবিবাবু ওই ঝিলের ধারে জমিতে জল দিতে গিয়েছিলেন। এরপর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেন নি। পুলিশ জানিয়েছে, মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঝিলের জলে পরে গিয়েই রবিবাবুর মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

কলেজ ক্রীড়া
গোপ কলেজে ক্রীড়া প্রতিযোগিতা।
রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের (গোপ কলেজ) ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল বৃহস্পতিবার। উদ্বোধনে ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, জেলা সভাধিপতি উত্তরা সিংহ, পরিচালন সমিতির সভাপতি অন্তরা ভট্টাচার্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষা কৃষ্ণা মাইতি। দৌড়, হাই জাম্প, লং জাম্প, জ্যাভলিন, ডিসকাস থ্রো-সহ বিভিন্ন ইভেন্ট ছিল। এ দিনই সফলদের পুরস্কৃত করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.