ভোট কাকে দেবেন, ভেবে নাজেহাল দিল্লির বামেরা৫ ডিসেম্বর
পালে চিন্তার গভীর ভাঁজ। চোখ প্রার্থী তালিকার দিকে। কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি তো রয়েইছে। রয়েছেন মায়াবতী-মুলায়ম এমনকী নীতীশ কুমারের দলের প্রার্থীরাও। আর কিছু নির্দল। দিল্লির বিধানসভা ভোট চলছে। ভিভিআইপি থেকে আমজনতা, বিশেষ করে তরুণ-তরুণীরা দলে দলে ভোট দিতে বেরিয়ে পড়েছেন। এ দিকে সিপিএমের শীর্ষ নেতারা চিন্তায় মগ্ন। আলাপ-আলোচনা চলছে প্রকাশ কারাট, এস আর পিল্লাই, সীতারাম ইয়েচুরির মতো নেতাদের মধ্যে। কিন্তু কোনও সমাধানসূত্র মিলছে না।
ছবিটা ছিল বুধবার সকালের। যদি ভাবেন, রাজধানীর ভোটে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ফল কী হবে, তা ভেবে দলের নেতাদের ঘুম ছুটেছে, তা হলে ভুল করবেন। পশ্চিমবঙ্গ-কেরলেই যেখানে দল নানা সমস্যায় জর্জরিত, সেখানে দিল্লি যে দূর অস্ৎ, তা কারাট-ইয়েচুরিদের অজানা নয়। জামানত জব্দ হওয়ার ভয়ে সিপিএম দিল্লির ভোটে খুব বেশি প্রার্থীও দেয়নি। বিধানসভার ৭০টি আসনের মধ্যে মাত্র তিনটির প্রার্থী তালিকায় কাস্তে-হাতুড়ি-তারার দেখা মিলেছে।
সেখানেই যে গ্যাঁড়াকল! দিল্লির সিপিএম নেতারা ভেবেই পাচ্ছিলেন না, ভোটটা কাকে দেবেন? প্রকাশ কারাট থেকে শুরু করে এ কে গোপালন ভবনের অধিকাংশ নেতাই থাকেন রফি মার্গের সাংসদ আবাসন ভি পি হাউসে। আশেপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সিপিএম সাংসদদের বাংলোগুলিতেও অনেকের আস্তানা। এলাকাটা নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের আওতায়। সেখানে কংগ্রেসের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী বিজেন্দ্র গুপ্ত। শীলাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে এই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সিপিএম বা অন্য বাম দল সেখানে প্রার্থী দেয়নি। সীতারাম ইয়েচুরির বাস দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে। সেটি মেহরৌলি কেন্দ্রের আওতায়। সেখানেও বামেদের প্রার্থী নেই। তা হলে বাম নেতারা ভোটটা দেবেন কাকে?
প্রথমেই ঠিক হল, কংগ্রেস বা বিজেপিকে ভোট দেওয়া চলবে না। তা হলে কি আম আদমি পার্টি? কেজরিওয়ালও তো সিপিএমের মতোই দুর্নীতি, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। কিন্তু তাঁকেই বা কী করে সমর্থন করা যায়? বাম নেতারা তো নিজেদেরই দুর্নীতি-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এক ও একমাত্র লড়াকু বলে মনে করেন। তা ছাড়াও তাঁদের যুক্তি, কেজরিওয়াল কংগ্রেস-বিজেপির বাইরে বিকল্পের প্রয়োজনের কথা বলছেন বটে। কিন্তু ক্ষমতায় এলে তাঁর নিজের বিকল্প নীতিটা কী হবে, সেটাই তিনি খোলসা করেননি। অথচ বামেদের স্লোগানই হল, ‘নেতা নয়, নীতি চাই।’ কাজেই নীতিবাগীশ কমিউনিস্টরা কেজরিওয়ালকে ভোট দেবেন কেন?
পলিটব্যুরোর এক জন পরামর্শ দিলেন, ইভিএমে তো নতুন বোতাম এসেছে। প্রার্থীদের কাউকেই পছন্দ না হলে সেই ‘এনওটিএ’ বোতাম টেপা যায়। ‘নান অব দ্য অ্যাভাব’। কাউকেই পছন্দ নয়। কিন্তু পাল্টা যুক্তি, তাতে ভোটটাই নষ্ট হবে। কারণ ‘কাউকেই পছন্দ নয়’-এ সবথেকে বেশি ভোট পড়লেও নির্বাচন বাতিল হবে না। প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পেয়েছেন, তিনিই বিজয়ী হবেন।
তা হলে তো একটাই উপায়। এত দ্বিধাদ্বন্দ্ব যখন, ভোট না দেওয়াই ভাল। পরামর্শটা দিয়েছিলেন কেরলের এক নেতা। তাঁর নাম দিল্লির ভোটার তালিকায় নেই। কিন্তু বাকিরা তাঁর পরামর্শ শুনেই রে রে করে উঠলেন। ‘তা কী করে সম্ভব? আমরা কি মাওবাদী, যে গণতন্ত্রের পার্বণ বয়কট করব?’ অতএব ভোট দিতেই হবে। এ কে গোপালন ভবন সূত্রের খবর, একটা পরামর্শ শেষ বেলায় অনেকেরই মনে ধরেছিল। তা হল, কোনও আসনে বাম প্রার্থী না থাকলেও অন্য ধর্মনিরপেক্ষ দলগুলির প্রার্থী তো রয়েছে। যে দলগুলি তাদের সঙ্গে বিকল্প জোটে সামিল হতে পারে বলে বামেরা আশা করে। পলিটব্যুরোর এক নেতার কথায়, “হাতি (বসপা) রয়েছে, সাইকেল (সপা) রয়েছে। তিরও (জেডিইউ)-ও ছিল।”
শেষ পর্যন্ত কী উপায় বার হয়েছিল, কে কোথায় ভোট দিয়েছেন, জানা নেই। পার্টির তরফে কোনও নির্দেশ যায়নি। কেউ কারও কাছে জানতেও চাননি। কিন্তু নিজেদের প্রার্থী না থাকলে যে সমস্যা হয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন সিপিএম নেতারা। সিপিএমের দিল্লির কমিটির এক নেতা বলেন, “তা-ও এ বার আমরা তিনটি আসনে প্রার্থী দিয়েছি। পাঁচ বছর আগে দিল্লিতে সিপিএমের কোনও প্রার্থীই ছিল না।” সিপিআই গত বার ছ’টি আসনে প্রার্থী দিয়েছিল। এ বার বেড়ে দশ। ফরওয়ার্ড ব্লকও দু’টি আসনে দাঁড়িয়েছে। কিন্তু খাস দিল্লিতে, যেখানে নেতাদের বাস, সেখানে কেউ নেই। আরও প্রার্থী দেওয়া হল না কেন? প্রার্থী দেওয়া হলেও প্রচারে বামেদের দেখা নেই কেন? দিল্লির সিপিএম নেতৃত্বের বক্তব্য, নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া দেওয়াল লিখনে অনুমতি নেই। নির্বাচন কমিশন পার্টির প্রতীক আঁকা টি-শার্ট পরে ঘোরার অনুমতি দেয় না। কংগ্রেস বা বিজেপির মতো এফএম রেডিওতে বিজ্ঞাপন দেওয়ার অর্থও নেই। তা হলে প্রচারটা হবে কী করে!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.