চাহিদা অনুযায়ী আধার কার্ডের ফর্ম না মেলায় তা তৈরির প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলল কলকাতা পুর প্রশাসন। পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে ফের আধার কার্ড বানানোর প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবার তা নিয়ে পুরসভায় এক বৈঠকও হয়। পরে ওই কাজে পুরসভার দায়িত্বপ্রাপ্ত অফিসার তথা যুগ্ম পুর কমিশনার সৃষ্টিধর সাঁতরা জানান, আধার কার্ডের জন্য আবেদন করতে হয় কে ওয়াই আর (নো ইয়োর রেসিডেন্ট) ফর্মে। ওই ফর্ম দেয় জনগণনা দফতর। তাঁর অভিযোগ, “চাহিদা মতো ফর্ম না মেলায় আধারের কাজে সমস্যা হচ্ছে।”
যদিও ওই অভিযোগ ঠিক নয় বলে জানায় জনগণনা দফতর। তাদের পাল্টা বক্তব্য, বাসিন্দার হিসেব মতোই ফর্ম দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তা অপচয় করা হচ্ছে। এক জনকে ২-৩টিরও বেশি ফর্ম দেওয়া হচ্ছে। এ ব্যাপারে পুর কতৃর্পক্ষকেও জানানো হয়েছে। পুর সূত্রের খবর, শহরে এখনও ১৪ লক্ষ বাসিন্দার আধার কার্ড বানানো হয়নি।
কলকাতা পুরসভার উদ্যোগে কয়েকটি ওয়ার্ডে দ্বিতীয় দফায় আধার কার্ড করানোর প্রক্রিয়া এ দিন শুরু হল। আগামী ১৫ ডিসেম্বর থেকে শহরের অধিকাংশ ওয়ার্ডে পুরো মাত্রায় আধার কার্ডের কাজ চলবে। এর জন্য পুরসভা ১০০টি কম্পিউটার বসাচ্ছে। এ দিন সৃষ্টিধরবাবু ওই খবর দিয়ে বলেন, “১৮, ৬৫ এবং ১০৫ ওয়ার্ড এলাকার বাসিন্দাদের আধার কার্ড করার কাজ শুরু হল। চলবে আরও কয়েকদিন। ৭ ডিসেম্বর ১১৬, ১১৭ এবং ১০ তারিখে ৫২, ৭১, ৮০, ১০৩ সহ ৫ নম্বর বরোর আরও দুটি ওয়ার্ডে ওই কাজ চলবে। প্রতিটি ওয়ার্ডেই ৪-৫ দিন ধরে ওই
কাজ চলবে।
পুরসভার মোট ওয়ার্ড ১৪৪। আধার কার্ড করাতে হবে প্রায় ৪২ লক্ষ বাসিন্দার। সৃষ্টিধরবাবু জানান, এর মধ্যে ২৮ লক্ষ বাসিন্দার কার্ড করার প্রক্রিয়া শেষ হয়েছে। পুর সূত্রের খবর, দ্বিতীয় দফায় আধার কার্ড বানানোর প্রক্রিয়া শেষ হয়েছে ৬৯টি ওয়ার্ডে। ওই সব ওয়ার্ডে এখনও যাঁরা বাকি রয়েছেন আগামী ১৫ ডিসেম্বর থেকে তৃতীয় দফায় তাঁদের কার্ড বানানোর কাজ শুরু হবে। |