হিমঘরে গ্যাস, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কালনা |
হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস বাইরে বেরিয়ে পড়ায় আতঙ্ক ছড়াল কালনা ২ নম্বর ব্লকের মাতিশ্বর এলাকায়। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আচমকা ঝাঁঝালো গন্ধ পান। দেখা যায়, ওই হিমঘর থেকে দু’টি পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস বেরোতে শুরু করেছে। হিমঘর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। কর্তৃপক্ষ জানায়, দু’টি পাইপের ভাল্ভ কেটে গিয়েছে। তা থেকেই এই বিপত্তি। আতঙ্কে অনেকে গবাদি পশু নিয়ে এলাকা ছেড়ে পালাতে শুরু করেন। ওই হিমঘর থেকে প্রায় ৪ কিলোমিটারের মধ্যে শিবরামপুর, সীতারামবাটি-সহ কয়েকটি গ্রামের প্রায় চার হাজার মানুষ এবং গবাদি পশু নিরাপদে সরিয়ে নিয়ে যান এলাকার তৃণমূল কর্মীরা। হিমঘর কর্তৃপক্ষ প্রথমে পাইপ মেরামতির চেষ্টা করে। পরে বুলবুলিতলা পুলিশ ফাঁড়ি এবং দমকলের কালনা শাখা ঘটনাস্থলে পৌঁছয়। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কোনও হতাহতের খবর নেই।
|
শুরু বইমেলা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অভিযান গোষ্ঠী আয়োজিত ৩৬তম বর্ধমান বইমেলা শহরের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে। মেলার উদ্বোধক সাহিত্য অ্যাকাডেমি ও বঙ্কিম পুরষ্কারপ্রাপ্ত সাহিত্যিক সুব্রত মুখোপাধ্যায়। বইমেলা কমিটির তরফে জানানো হয় কালনা ২ ব্লকের তেহাট্টা গ্রামের বাসিন্দা শান্তিময় হালদার নিজের গ্রামে কলেজ চালু করতে একাই প্রথমে উদ্যোগী হয়েছিলেন বলে তাঁকে পুরস্কৃত করা হচ্ছে। রবিবার বইমেলার মঞ্চে ‘চিত্ত ভট্টাচার্য অভিযান সাহিত্য সম্মান’ যুগ্ম ভাবে পাচ্ছেন লেখক আব্দুল সামাদ ও কবি অভিজিৎ দন্ডপাঠ পাচ্ছেন মরণোত্তর ‘অভিযান সাহিত্য পুরষ্কার।’ মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
|
বর্ধমান
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে আলোচনা। বিজ্ঞানকেন্দ্র। সকাল ১১টা।
বর্ধমান বইমেলা। উৎসব ময়দান। বিকেল ৪:৩০।
মিলন উৎসব। রাজবাটি জীবনানন্দ মঞ্চ। উদ্যোগ: সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। |