তিন মাস আগে অপর্ণা সেনের সিলভার স্প্রিং-য়ের ফ্ল্যাটে মিটিং হয়েছিল তাঁদের। এর পরে বাইরে বেরিয়ে ছবিও তুলেছিলেন তাঁরা।
উপলক্ষ ছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরের ছবি ‘চতুষ্কোণ’য়ের ফাইনাল কাস্ট নিয়ে আলোচনা।
ঠিক ছিল চার পরিচালকের গল্প নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করবেন অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত ও গৌতম ঘোষ। আর সেই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন সৃজিত।
প্রসঙ্গত এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল ঋতুপর্ণ ঘোষের। কিন্তু তাঁর মৃত্যুর পর সেই রোলটা করার কথা হয় কৌশিক গঙ্গোপাধ্যায়ের।
২ ডিসেম্বর থেকে শ্যুটিংও হওয়ার কথা ছিল। কিন্তু সৃজিত হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চার দিন পিছিয়ে ৬ ডিসেম্বর থেকে শ্যুটিং হবে এমনটাই ঠিক ছিল। |
কিন্তু সে সবই এখন অতীত। বুধবার সকালে অঞ্জন দত্ত জানিয়ে দিয়েছেন তিনি এই ছবিতে কাজ করবেন না। কারণ তাঁকে নাকি অসম্মান করা হয়েছে। “আমি তিরিশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত অপমানিত আমি কোনও দিন ফিল করিনি। কে আমাকে অপমান করল, কেন করল তা আমি বলতে চাই না। ওটা আমার রুচিও নয়। ইট’স বিয়ন্ড মাই ডিগনিটি। কিন্তু এইটুকু বলতে পারি আই অ্যাম ভেরি হার্ট। আমি ‘চতুষ্কোণ’ করছি না,” বলেন অঞ্জন দত্ত।
শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয়ের জন্য অঞ্জন দত্তকে যে রেমুনারেশন দেওয়ার কথা হয়েছে তা পছন্দ হয়নি অঞ্জনের। সেই নিয়েই মতভেদ।
এই ছবির প্রযোজক রিলায়্যান্স এন্টারটেনমেন্ট ও রাণা সরকার।
এই প্রসঙ্গে রাণা সরকার কী বলছেন? “অঞ্জনদার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা রয়েছে। ছবিটা না করা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এটুকু বলতে চাই, ‘চতুষ্কোণ’ হবেই। কী ভাবে হবে, নতুন কোন কাস্ট ছবি করবে সেটা আপনাকে জানিয়ে দেব। আর এই মুহূর্তে তো ছবিটা হচ্ছেও না, কারণ সৃজিত এক মাস বাড়ি থেকে বেরোতে পারবে না,” বলছেন রাণা।
সৃজিত অবশ্য বলছেন এই মুহূর্তে তিনি ‘চতুষ্কোণ’ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই। “আমি বুধবার সকালে টেস্ট করিয়েছি। আমার ব্রঙ্কিওস্কোপি হয়েছে। কাল রাতেও ফ্রেশ ব্লাড বেরিয়েছে কাশির সঙ্গে। ডাক্তার বলেছেন, এক মাসের আগে যেন বাড়ি থেকে না বেরোই,” বলছেন সৃজিত।
শরীর খারাপের জন্য সৃজিতের ছবিটা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেলেও, পুরো ব্যাপারটা নিয়ে অসম্ভব বিরক্ত অঞ্জন। “৩০ বছর অভিনয় করছি। এই ছবিটা আমি বিনা পয়সায়ও করতে পারি। কিন্তু প্রফেশনাল ফিজের একটা সামঞ্জস্য তো থাকবে। আফটার অল আমি ৩০ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তাও বলছি, পয়সার থেকে আমার সেল্ফ-রেসপেক্টের মূল্য অনেক বেশি। আর সেটাকে হার্ট করা হয়েছে বলেই, আই ফিল ডিসগাস্টেড,” বেশ রেগেই বলছেন অঞ্জন। |