দুই শিশুর বচসা থেকে মায়েদের মধ্যে মারামারির পরে এক মহিলার মৃত্যু হল। বুধবার সন্ধ্যায় ইসলামপুর থানার গোবিন্দপুরের নন্দলাড়ুখোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম খাজিরুন নেসা (৩৫)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ জানিয়েছে, খাজিরুন নেসার মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রুনা বেগমের সঙ্গে পড়শি এক শিশু প্রথম শ্রেণির ছাত্র সুলেমানের মারপিট হয়। এক গ্রামের বাসিন্দা রুনা ও সুলেমান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। এর পরই বাড়িতে গিয়ে রুনা মাকে সব কিছু জানালে খাজিরুন নেশা পড়শি সুলেমানের বাড়িতে যান। সেখানে সুলেমানের মায়ের সঙ্গে খাজিরুন নেসার প্রথমে বিবাদ বাধে। দুই মহিলার মধ্যে চুলোচুলিও হয়। সেই চুলোচুলির পর অবশ্য খাজিরুন নেসা বাড়ি ফিরে যান। ঘণ্টাখানেকের মধ্যেই তিনি অসুস্থ বোধ করেন। তার পরে মারা যান। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান বলেন, “ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পুরো বিষয়টি স্পষ্ট হবে। কোনও অভিযোগ জমা পড়েনি।”
|
আইসিডিএসের সহায়ক প্রতিবন্ধী এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চাঁচলে। পুলিশ জানায়, পাশের গ্রামের এক বিবাহিত যুবকের বিরুদ্ধে ওই অভিযোগ তোলা হয়েছে। মালদহের চাঁচলের ধানগাড়া পঞ্চায়েতের ইসলামপুর এলাকার ঘটনা। একাধিক বার সহবাসে দু’মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীর পরিবারের তরফে বুধবার পুলিশে অভিযোগ জানানো হয়। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। চাঁচলের আইসি জয়ন্ত লোধ চৌধুরী বলেন, “পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্ত পলাতক।” বছর পঁয়ত্রিশের মূক-বধির ওই মহিলা আইসিডিএস কেন্দ্রে সহায়ক পদে কাজ করেন। বছরখানেক আগে তাঁর সঙ্গে পরিচয় হয় দক্ষিণ পরাণপুরের এক যুবক মুক্তার আলির। মাস ছয়েক আগে মুক্তার তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। পরে একাধিক বার সহবাস করায় মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁর পরিবারের তরফে বিয়ের কথা বলা হয়। মুক্তার বিয়ে করতে অস্বীকার করায় এ দিন পুলিশের দ্বারস্থ হন তরুণীর মা।
|
ফের সংঘর্ষ ইসলামপুরে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
জমির দখলকে কেন্দ্র করে তৃণমূল-কংগ্রেসের সংঘর্ষে ফের উত্তপ্ত হল ইসলামপুর। বুধবার দুপুরে রাজু বস্তি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা জাভেদ আখতার জানান, এলাকার জমি দখল কেন্দ্র করে দুপুরে দলীয় সমর্থকদের উপর হামলা চালিয়েছে কংগ্রেস। লাঠি দিয়ে মারার পাশাপাশি বোমা ছোঁড়া হয়। স্থানীয় কংগ্রেস নেতা জাকির হুসেন জানান, জমি নিয়ে বচসা গোলমালের রূপ নেয়। এক কংগ্রেস সমর্থককে মারধর করে তৃণমূলের লোক। ওরাই বোমা ছুড়েছে।
|
শিক্ষকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
এক স্কুল শিক্ষকের দেহ উদ্ধার করেছে পুলিশ। মালদহের চাঁচলের থানাপাড়া থেকে, বুধবার সকালে। পুলিশ জানায়, মৃতের নাম তপন রায় (২৯)। বাড়ি ধূপগুড়িতে। তিনি গোয়ালপাড়া হাইস্কুলের ভূগোল শিক্ষক ছিলেন। এ দিন অনেক বেলা পর্য়ন্তও ওই শিক্ষক দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মেঝেতে পড়ে থাকা শিক্ষকের দেহ উদ্ধার করে।
|
কন্যাশ্রী নিয়ে কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে এক কর্মশালা হল ইসলামপুরে। বুধবার ইসলামপুরের ক্ষুদিরামপল্লি সুকান্তস্মৃতি বিদ্যালয়ে প্রকল্পের আবেদন কী ভাবে পূরণ করতে হবে কারা আবেদনের যোগ্য, কী ভাবে আবেদনপত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে তা বোঝানো হয়। জেলায় ১১৫ জন প্রকল্পের আওতাভু্ক্ত হয়েছেন।
|
টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ার চৌপথি প্রায় দু’ঘণ্টা অবরোধ করে রাখল যুব কংগ্রেস। যুব কংগ্রেসের অভিযোগ, টেট পরীক্ষায় শুধুমাত্র শাসক দলের নেতাদের ঘনিষ্ঠরাই উত্তীর্ণ হয়েছেন। পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন তাঁরা। |