গ্রামে স্কুল নেই। কচিকাঁচাদের বইখাতা নিয়ে পড়তে যেতে হয় এক কিলোমিটার দূরের প্রাথমিক স্কুলে। তাই গ্রামেই স্কুল গড়তে প্রশাসনকে জমিদান করলেন এক গৃহবধূ। বুধবার পুরুলিয়া ২ ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে গিয়ে ১৩ ডেসিমেল জমি দান করেন স্থানীয় ডাবর গ্রামের বাসিন্দা দীপালি মাহাতো। তিনি বলেন, “আমাদের গ্রামে একটিও স্কুল নেই। আমার ছেলেমেয়েরা এক কিলোমিটার দূরে প্রাথমিক স্কুলে পড়তে যেত। তাদের কত কষ্ট হয়েছে। এখনও গ্রামের ছেলেমেয়েদের কষ্ট করেই স্কুলে যেতে হয়। ওদের জন্য খারাপ লাগে। তাই ওই জমিটি স্কুলের জন্য দান করলাম। আমি চাই দ্রুত ওই জমিতে একটা প্রাথমিক স্কুল গড়ে তোলার ব্যবস্থা করুক প্রশাসন।” ডাবর গ্রাম থেকে স্কুল পর্যন্ত যাওয়ার পথে বাস বা ছোট ভাড়া গাড়ি চলে না। তাই অনেকেই বড়দের সাইকেল বা মোটরবাইকে চেপে পাশের বলরামপুরের স্কুলে যায়। বর্ষা ও গ্রীষ্মে কষ্ট এ জন্য ছোট পড়ুয়াদের কষ্টও হয়। তাই অভিভাবকদের অনেকে দীপালিদেবীর এই উদ্যোগে খুশি। পুরুলিয়া ২ ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক অমিয় মিশ্র বলেন, “দীপালিদেবীর দান করা জমিতে প্রাথমিক স্কুল গড়ার জন্য আমরা রাজ্য শিক্ষা দফতরের কাছে প্রস্তাব পাঠাব।” পুরুলিয়া ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমীরণ মুখোপাধ্যায় বলেন, “ডাবর গ্রামে স্কুল নেই। তাই আমরা শিক্ষা স্থায়ী সমিতিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই গ্রামের কেউ জমি দিতে রাজি হলে শিক্ষা দফতরের কাছে একটি প্রাথমিক স্কুল গড়তে প্রস্তাব পাঠাব। এ বার জমি পেয়ে গিয়েছি। স্কুল গড়ার কাজে সব রকম চেষ্টা চালিয়ে যাব।”
|
ধানের অভাবী বিক্রি ঠেকাতে গত বছরের থেকে দু’মাস আগে আনুষ্ঠানিক ভাবে ধান কেনা শুরু করল পুরুলিয়া জেলা প্রশাসন। বুধবার হুড়ার পণ্ডিত রঘুনাথ মুর্মু ফুটবল ময়দানে ধান কেনার একটি শিবির হয়। ওই শিবিরে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, জেলাশাসক তন্ময় চক্রবর্তী প্রমুখ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার গ্রামে গ্রামে ঘুরে প্রান্তিক চাষিদের নামের তালিকা তৈরি করা হবে। তারপর সেই তালিকা মোতাবেক এলাকায় শিবির করে ধান কেনা হবে। সভাধিপতি বলেন, “ফড়েদের এড়িয়ে যাতে প্রকৃত চাষি ধানের সহায়ক মূল্য পান, সেই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরে অত্যাবশ্যকীয় পণ্য নিগম, বেনফেড ও ন্যাকপ এই তিন সংস্থা চাষিদের কাছে ধান কিনবে। প্রতিটি পঞ্চায়েত এলাকায় কোন সংস্থা ধান কিনবে, সেই সংস্থার নাম পঞ্চায়েত অফিসে টাঙানো থাকবে। এতে বিভ্রান্তি হবে না।” জেলাশাসক বলেন, “আমাদের মূল লক্ষ চাষিদের অভাবি বিক্রি ঠেকানো। তাই এ বার অনেক আগেই আনুষ্ঠানিক ভাবে শিবির শুরু করা হল।”
|
এক বেসরকারি লগ্নি সংস্থার এজেন্টকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। ধৃত তপন দত্তের বাড়ি বিষ্ণুপুর শহরের বাহাদুরগঞ্জ এলাকায়। বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ এলাকার বাসিন্দা বিদ্যুৎ পাল ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, দু’বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তপন দত্ত তাঁর কাছ থেকে ৫২ হাজার টাকা নিয়েছিলেন। ওই টাকা লগ্নি সংস্থায় জমা দেওয়ার বিনিময়ে তাঁকে মাসে মাসে নির্দিষ্ট পরিমাণে সুদ দেওয়ার কথাও জানানো হয়েছিল। পরে ওই সংস্থাটি বন্ধ হয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে তপনকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে তোলা হলে তার পাঁচ দিনের পুলিশি হেফাজত হয়।
|
মানবাজার ১ ও ২, পুঞ্চা এবং বান্দোয়ান ব্লকের ৯টি চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্রের খুদে পড়ুয়াদের নিয়ে বুধবার বোরো থানার জামতড়িয়া স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন মাঠে আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। মানবাজার ২ অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন মণ্ডল বলেন, “এই অনুষ্ঠানে মানবাজার ২ পঞ্চায়েত সমিতির সভাপতি গীতারানি মাহাতো, শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ বিধান মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন। |