উৎসবের মরসুম পেরিয়ে চলছে বিয়ের মরসুম। অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুনের বিয়ের মরসুমে নতুন সোনার গয়না কেনা ঘিরে প্রতি বছরই সরগরম হয়ে থাকে শহরের সোনাপট্টি। কিন্তু সেই চেনা ছবিটাই এ বছর দেখতে পাচ্ছেন না বেলডাঙার স্বর্ণ ব্যবসায়ীরা।
এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা জানান, কয়েক মাস আগে অবধি বেশ খানিকটা বেড়ে গিয়েছিল সোনার ভরির দাম। দশ গ্রাম গয়নার সোনার দাম পড়ছিল প্রায় হাজার ছত্রিশেক টাকা। কিন্তু এখন সেই দাম অনেকটাই কমেছে। দশ গ্রাম গয়নার সোনার দাম ত্রিশ হাজারের কাছে ঘোরাঘুরি করছে। সাধারণত সোনার দাম কমলে খরচ বাঁচিয়েও সোনা কেনেন বাড়ির গিন্নিরা। আর পরিবারে বিয়ের অনুষ্ঠান থাকলে তো কথাই নেই। কিন্তু এ বছর ছবিটা বদলে গেল কেন? সোনার দাম কমা সত্ত্বেও কেন সেভাবে দেখা মিলছে না ক্রেতার?
বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির মুর্শিদাবাদ জেলা সম্পাদক তথা বহরমপুর শাখা কমিটির সম্পাদক গঙ্গাধর বসাক বলেন, “দাম কমেছে ঠিকই। কিন্তু দৈনন্দিন দ্রব্য মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সোনার দামও। তাই বিয়ের বাজারে সোনার কিনতে অনেকেরই ভরসা বড় দোকানের ‘হাল্কা সোনা’। আর ওসব জিনিস গ্রামে মেলা ভার। তাই কলকাতার শিল্পীরা লাভবান হলেও মার খাচ্ছেন স্থানীয় শিল্পীরা।”
একই বক্তব্য কি ক্রেতাদেরও?
সামনেই মেয়ের বিয়ে। কিন্তু আগে থেকে সোনা কিনে রাখায় অনেকটাই স্বস্তিতে নওদার সর্বাঙ্গপুরের বাসিন্দা সাধন মণ্ডল। তিনি বলেন, “গত দু’বছর ধরে একটু একটু করে সোনার গয়না তৈরি করিয়ে রেখেছি বলে অনেক শান্তিতে আছি। যে হারে সোনার দাম বাড়ছে, এখন সোনার গয়না গড়াতে গেলে প্রাণে মারা যেতাম।” বহরমপুরের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা শম্পা মণ্ডল বলেন, “যা বাজার পড়েছে সেখানে সংসার চালানোই সমস্যা। সব কিছুর শেষে তাই শখের সোনার গয়না আর মানুষ কিনতে পারছে না।” বেলডাঙার বাসিন্দা রোজমিরা খাতুন জানান, “গত ঈদে বাবার থেকে সোনার হার নিয়েছিলাম। এবার ছোট কানের দুল নিয়েছি। তাতেই সাধ মেটাতে হল।”
বেলডাঙার স্বর্ণ ব্যবসায়ী অপূর্ব প্রামাণিক বলেন, “সোনার দাম বাড়ছে মানছি। কিন্তু সম্প্রতি ভরি প্রতি দাম কিছুটা কমেছে। তাতেও তো খরিদ্দার পাওয়া যাচ্ছে না।” জঙ্গিপুরের ব্যবসায়ী রেজাউল করিম বলেন, “যখন প্রথম ব্যবসা শুরু করি, তখন বিয়ের সময় দোকানে খদ্দের সামলাতে হিমশিম খেতে হত। সারা বছর সোনা বিক্রি হয় না বলব না, কিন্তু বিয়ের সময়ের সেই ভিড় এখন আর অতটা হয় না।” পুরনো চেনা ছবির অপেক্ষায় বেলডাঙার সোনাপট্টি।
|