টুকরো খবর
পুলিশি নিরপেক্ষতার দাবিতে স্মারকলিপি ছাত্র-যুব কংগ্রেসের
পুলিশের নিরপেক্ষতার দাবি জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদ থানায় স্মারকলিপি জমা দেয় লালবাগ ছাত্র-যুব কংগ্রেস। শহর কংগ্রেসের পক্ষে সঞ্জু সরকার বলেন, “সম্প্রতি লালবাগ সুভাষচন্দ্র কলেজে ছাত্র পরিষদ-তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় একই অভিযোগে ছাত্রপরিষদের সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এবং তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করে মুর্শিদাবাদ থানার পুলিশ। তার প্রতিবাদেই এই স্মারকলিপি।” স্মারকলিপি জমা দেওয়ার সময় ছিলেন মুর্শিদাবাদের কংগ্রেস বিধায়ক শাঁওনী সিংহ রায়, মহম্মদ জহর, প্রবাল সরকার-সহ জেলা কংগ্রেসের বিভিন্ন নেতারা। অভিযোগ অস্বীকার করে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ, মুর্শিদাবাদ) আভারু রবীন্দ্রনাথ বলেন, “পুলিশ নিরপেক্ষ ভাবেই কাজ করছে। থানায় লিখিত যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে পুলিশ তদন্ত করে জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে কোনও ভুল করেনি।”

লরি উল্টে জখম ২৫
মৃতদেহ নিয়ে বহরমপুরের শ্মশানে সৎকার করতে যাওয়ার পথে বুধবার দুপুরে ছোট লরি উল্টে জখম হলেন ২৫ জন। বহরমপুরের খাগড়াঘাট রেলগেটের কাছে বহরমপুর-কান্দি রাজ্য সড়কের ঘটনা। জখমদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাঁদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়।”

গ্রেফতার তিন
বারাসত থেকে ত্রিপুরা যাওয়ার পথে লরি ছিনতাইয়ে অভিযুক্ত ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম জলিল শেখ, রবিউল শেখ ও সাজিদুল শেখ। তাদের বাড়ি রেজিনগর থানার দাদপুর গ্রামে। পাশের গ্রাম লোকনাথপুর থেকে উদ্ধার করা হয়েছে খাতা, পেন ও জ্যাকেট বোঝাই লরিটি। পুলিশ জানায়, গত রবিবার বহরমপুর থানার ফতেপুর গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে লরিটি ছিনতাই করেছিল ৭ জনের দুষ্কৃতী দল। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “পলাতক চার দুষ্কৃতীকে ধরার চেষ্টা চলছে। ছিনতাইকারীরা লরির চালক ও খালাসিকে বেঁধে লরিটি ছিনতাই করে।”

মূর্তি উদ্ধার
শ্যামরাই মন্দির থেকে চুরি যাওয়া অষ্টধাতুর রাধারানির মূর্তি উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে রঘুনাথগঞ্জের বালিঘাটার ওই মন্দির থেকে শতাধিক বছরের প্রাচীন, এক ফুট উচ্চতার অষ্টধাতুর রাধা মূর্তি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সোমবার জঙ্গিপুরের জয়রামপুরের একটি বাড়ি থেকে ওই মূর্তি সহ উদ্ধার করা হয় মন্দিরের বাসনপত্রও। এই ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বহু মালপত্রও পাওয়া গেছে। অন্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে।”

তড়িদাহত হয়ে মৃত্যু
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে বড়ঞার সাহোড়া গ্রাম পঞ্চায়েতের ঘুনকিয়া গ্রামের এই ঘটনায় মৃতের নাম মনোরঞ্জন ঘোষ (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বিদ্যুৎচালিত সেচ পাম্প চালাতে গিয়ে তড়িদাহত হন ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। পরে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ব্যক্তির।

জেলা টেলিফোন নির্দেশিকা উদ্বোধন
বুধবার নদিয়া জেলা টেলিফোন নির্দেশিকার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের চেয়ারম্যান গৌরীশঙ্কর দত্ত। ওই অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক পি বি সালিম, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উৎপল ভদ্র ও জেলা পরিষদের সভাধিপতি বাণীকুমার রায়। এই নির্দেশিকায় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ফোন নম্বরও দেওয়া রয়েছে।

নতুন ট্রেন
বহরমপুর-শিয়ালদহ শাখায় আরও একটি ট্রেন চালু হল বুধবার। বহরমপুর কোর্ট স্টেশন থেকে প্রতিদিন সকাল ৮.২০ মিনিটে ছেড়ে ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে বেলা ১২.৪৫ মিনিটে। একই ভাবে রাত ৮.২০ মিনিটে ছেড়ে বহরমপুর পৌঁছবে রাত ১২.২৫ মিনিটে। দমদম, ব্যারাকপুর, নৈহাটি, রেজিনগর, পলাশি-সহ অধিকাংশ স্টেশনেই থামবে ট্রেনটি।

রেজিনগরে নক আউট ফুটবল
ছবি: সেবাব্রত মুখোপাধ্যায়।
শেষ হল আট দলের নক আউট ফুটবল প্রতিযোগিতা। বুধবার রেজিনগরের এই খেলা দেখতে হাজির ছিলেন প্রায় পাঁচ হাজার দর্শক। কলকাতার দমদম সেবা সঙ্ঘ ২-১ গোলে হরিগঞ্জ মহামিলন সঙ্ঘকে হারায়। গ্রন্থাগার নির্মাণের উদ্দেশে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। অন্যতম আকর্ষণ ছিল হরিগঞ্জ মহামিলন সঙ্ঘের সাত নাইজিরীয়। বিজয়ী দলকে ২৫ হাজার টাকা ও রানার্সকে ২০ হাজার টাকা-সহ ট্রফি তুলে দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.