বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও-র মঞ্চ থেকে খাদ্য নিরাপত্তা নিয়ে উন্নত দুনিয়ার সামনে তার কড়া মনোভাব তুলে ধরল ভারত।
আজ এখানে ডব্লিউটিও-র মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনও মূল্যেই দরিদ্রদের খাদ্য নিরাপত্তা বজায় রাখবে ভারত। ডব্লিউটিও-র কৃষি সংক্রান্ত বাণিজ্য চুক্তিতে এ ব্যাপারে কোনও আপসের পথে হাঁটবে না ভারত। বণিকসভা সিআইআইয়ের পক্ষ থেকেও একই দাবি জানানো হয়ছে। সিআইআই বলেছে, বিশ্ব বাণিজ্য নিয়ে এ ধরনের বৈঠকের সাফল্য নিশ্চিত করতে হলে উন্নত দুনিয়াকে খাদ্য নিরাপত্তার ব্যাপারে নমনীয় মনোভাব রাখতে হবে। ভারতের মতো উন্নয়নশীল বিশ্বের অগণিত মানুষের অন্ন সংস্থানের বিষয়টিকে বাণিজ্য চুক্তিতে গুরুত্ব দিতে বলেছে তারা।
কৃষির বাজার পুরোপুরি বিদেশি পণ্যের জন্য খুলে দেওয়া এবং কৃষিতে ভর্তুকি তুলে নেওয়া নিয়েই উন্নত দুনিয়ার সঙ্গে টানাপোড়েন ভারতের মতো উন্নয়নশীল দেশের। শর্মা প্রসঙ্গত জানান, বহু দরিদ্র কৃষককে এই উৎপাদনের উপর নির্ভর করেই জীবন ধারণ করতে হয়। বিশ্বের ৪০০ কোটি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা জরুরি। এই কারণেই কৃষকদের কাছে ন্যূনতম সহায়ক মূল্যে শস্য কিনে তার মজুতভাণ্ডার গড়ে ওই শস্য গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে ন্যায্যমূল্যে জোগানো হয়। এই ব্যবস্থার ডব্লিউটিও আইনে অনুমোদন প্রয়োজন বলে উল্লেখ করেন শর্মা। ডব্লিউটিও-র দোহা পর্যায় চালু করার জন্য বিশ্ব বাণিজ্য আইনে পরিবর্তন আনার উপর মন্ত্রী জোর দেন। তাতে ভারত, চিন, ইন্দোনেশিয়ার মতো দেশকে গুরুত্ব দেওয়ার দাবি তোলেন তিনি। ঐকমত্য না-হওয়া পর্যন্ত কথা চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন শর্মা। |