ইনফোকম শুরু আজ, লক্ষ্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন
ক্ষমতায়ন বা এমপাওয়ারমেন্ট।
আলোচনার অভিমুখ এই দিকে রেখেই আজ বৃহস্পতিবার শহরে পর্দা উঠছে দ্বাদশ ইনফোকম-এর। আনন্দবাজার সংস্থা আয়োজিত তথ্যপ্রযুক্তি দুনিয়ার এই রাজসূয় যজ্ঞের উদ্বোধন করবেন রাজ্যের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
‘ইনফোকম ২০১৩’-তে অংশ নিতে দেশ-বিদেশ থেকে আসছেন প্রায় ১,২০০ প্রতিনিধি। শুধু বক্তাই থাকছেন ৭৫ জন। যোগ দিচ্ছে ৪০টি সংস্থা। বাইপাস সংলগ্ন আইটিসি সোনারে বিভিন্ন বিষয়ে আলোচনাসভা চলবে ৫ থেকে ৭ ডিসেম্বর। একই সঙ্গে আজ উদ্বোধন হচ্ছে প্রদর্শনীরও। মিলনমেলা প্রাঙ্গণে ওই প্রদর্শনী চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। যেখানে প্রায় দেড় লক্ষ বর্গ ফুট জায়গা জুড়ে নিজেদের হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত বিভিন্ন পণ্য ও পরিষেবা মেলে ধরবে ১০০টি সংস্থা।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি দুনিয়ার তারকা সমাবেশ যেমন নজরকাড়া, তেমনই চিন্তার যথেষ্ট খোরাক জোগানোর মতো আলোচনার মূল বিষয়ও (থিম) এমপাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন। অনেকেই মনে করেন, ক্ষমতায়ন আসলে আসলে উন্নয়নেরই আর এক পিঠ। কারণ, সাধারণ মানুষের ক্ষমতায়ন না-হলে, আর্থিক উন্নয়নের সুফল তাঁদের হাতে পৌঁছয় না। তা সে বৃদ্ধির চাকা যতই জোরে ঘুরুক না কেন। তেমনই আবার উন্নয়নের সুফল বাড়িতে এলে তবেই ক্ষমতা আসতে পারে আমজনতার হাতে। ক্ষমতায়নের এমন বিভিন্ন দিকই এ বার উঠে আসবে ইনফোকমের আলোচনায়। বক্তাদের শাণিত যুক্তিতে।
আর অনেকেই মনে করছেন, এই সমস্ত কিছু আলোচনার জন্য ইনফোকমের থেকে ভাল মঞ্চ পাওয়া শক্ত। কারণ, সাধারণ মানুষের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার এখন তথ্যপ্রযুক্তিই। যেমন, সকলের দরজায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার। ওই সুযোগই তো খুলে দেবে পরবর্তী উন্নয়নের পথ। যা করতে আবার ব্যাঙ্ক বা আর্থিক সংস্থাগুলিকে হাত ধরতে হবে তথ্যপ্রযুক্তি শিল্পের।
এ ছাড়াও ইনফোকমের মঞ্চ থেকে ব্যক্তি ও সংস্থার শক্তি বৃদ্ধির নানা কৌশল ও তাদের ব্যবহার তুলে ধরা হবে। প্রাক্ উদ্বোধনী আলোচনাতেই এ নিয়ে নিজেদের বক্তব্য জানাবেন হ্যাপিয়েস্ট মাইন্ডস-এর (এবং মাইন্ডশেয়ারের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কর্ণধার) অশোক সুটা, এনআইআইটি-র রাজেন্দ্র পওয়ার, রিং টোন-এর র্যাল্ফ সাইমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পি কে মলহোত্র এবং কগনিজ্যান্ট-এর ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মী নারায়ণন।
এ বার এই বার্ষিক অনুষ্ঠানের বারো বছর পূর্তি উপলক্ষে সম্মানিত করা হবে তথ্যপ্রযুক্তি জগতের ১২ জন নক্ষত্রকে। এই তালিকায় রয়েছেন ইনফোসিসের নারায়ণ মূর্তি, এইচসিএলের শিব নাদার, উইপ্রোর আজিম প্রেমজি, জেনপ্যাক্টের প্রমোদ ভাসিন প্রমুখ।
প্রতি বছরই পড়ুয়াদের উৎসাহ দিতে ইনফোকমে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। সেই সূত্রেই এ বার প্রদর্শনীর ‘ইনোভেশন হাব’-এ থাকছে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের তৈরি প্রকল্প। থাকছে ইনফোকম ফিউচার লিডারশিপ অ্যাওয়ার্ডও। দেশ-বিদেশের ম্যানেজমেন্ট পড়ুয়াদের মধ্যে এমপাওয়ারমেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছে। তা থেকে বেছে নেওয়া হয়েছে ছ’টি লেখা। ইনফোকম ফিউচার লিডারশিপ পুরস্কার তুলে দেওয়া হবে এঁদের হাতেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.