টুকরো খবর
শহরে টাটা গোষ্ঠীর এটিএম ইন্ডিক্যাশ
কলকাতায় চালু হল টাটা গোষ্ঠীর এটিএম ‘ইন্ডিক্যাশ’। চালু করল টাটা কমিউনিকেশন্স পেমেন্ট সলিউশন্স (টিসিপিএসএল)। ব্যাঙ্ক নয় এমন সংস্থার এটিএম এই প্রথম খুলল কলকাতায়। শহরে একই সঙ্গে ১৬টি এটিএম চালু করেছে সংস্থাটি।পরিষেবা দিতে ফেডারেল ব্যাঙ্কের সঙ্গে জোট বেঁধেছে টিসিপিএসএল। ওই এটিএমগুলিতে যে-কোনও ব্যাঙ্কের এটিএম কার্ড ব্যবহার করা যাবে। প্রথম ৫টি লেনদেনে ফি দিতে হবে না গ্রাহককে। দেশে ব্যাঙ্কিং পরিষেবা বাড়াত ১২টি বেসরকারি সংস্থাকে এটিএম চালুর লাইসেন্স দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে শুধু টাটারাই তা খুলল। সংস্থার সিইও সঞ্জীব পটেল জানান, আগামী তিন বছরের মধ্যে সারা দেশে ১৫ হাজার এটিএম চালু করার লক্ষ্যমাত্রা তাঁরা ঠিক করেছেন। এর মধ্যে খুব শীঘ্রই কলকাতায় ১৫০টি এটিএম কাজ শুরু করবে। কী কী পরিষেবা পাওয়া যাবে টাটাদের এটিএম থেকে? আপাতত শুধু টাকা তোলা। কিন্তু শীঘ্রই রেল-বিমানের টিকিট কাটা, মিউচুয়াল ফান্ড, বিমা প্রকল্প কেনা, বিল মেটানোর মতো পরিষেবা মিলবে, জানান কর্তৃপক্ষ। এ টি এমে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। পটেল বলেন, বিশেষ করে দ্বিতীয় থেকে ষষ্ঠ স্তরের শহরগুলিতে পরিষেবা চালুই তাঁদের লক্ষ্য।

এলেনবেরি ইন্ডস্ট্রিয়াল গ্যাসেসকে কিনল জাপানের এয়ার ওয়াটার
কলকাতার এলেনবেরি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেসের ৫১% মালিকানা হাতে নিল জাপানের এয়ার ওয়াটার। সংস্থার নাম অবশ্য একই রাখছে জাপানি সংস্থাটি। তবে ভবিষ্যতে এলেবেরির মতো শিল্পে ব্যবহারযোগ্য গ্যাসের ব্যবসাতে আটকে না-থেকে নতুন ক্ষেত্রেও পা রাখতে চায় এয়ার ওয়াটার। ভারতের মাটিতে এই প্রথম পা রাখল এয়ার ওয়াটার। দুই সংস্থার কর্তারা জানিয়েছেন, লেনদেনের মূল্য ১০০ কোটি টাকা। এর ফলে সংস্থায় প্রোমোটারদের অংশীদারি কমে হবে ২৩.৯%। তবে এলেনবেরির এমডি পদম অগ্রবালই সংস্থার এমডি থাকছেন। এয়ার ওয়াটারের কর্তাদের ইঙ্গিত, ভবিষ্যতে ওষুধ ও কৃষি ক্ষেত্রে ব্যবহারের জন্য রাসায়নিক কাঁচামাল তৈরির ব্যবসায় নামার ব্যাপারে তাঁদের আগ্রহ রয়েছে। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে উপদেষ্টা হিসাবে কাজ করা কিংবা সরঞ্জামের ব্যবসার সম্ভাবনাও খতিয়ে দেখছেন তাঁরা। জাপানি সংস্থার সঙ্গে এই লেনদেন হওয়ার আগেই এলেনবেরি হায়দরাবাদে একটি কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। এখন উলুবেড়িয়া ও বিশাখাপত্তনমে তাদের কারখানা রয়েছে। অগ্রবাল জানিয়েছেন, ৬০ কোটি টাকা লগ্নির ওই কারখানাটি আগামী এপ্রিলে চালু হয়ে যাবে।

জিপে জঙ্গল-ভ্রমণ বক্সায়
জলদাপাড়া জাতীয় উদ্যানকে মডেল করে বক্সায় চালু হতে চলেছে জিপসি সাফারি। রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে বনবস্তির বাসিন্দাদের সঙ্গে একটি বৈঠকের পরে মঙ্গলবার একথা জানান বন দফতরের কর্তারা। একটি রুটে তা নভেম্বর মাস থেকে পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে বলে বলে তাঁরা জানিয়েছেন। বৈঠকে হাজির ছিলেন ক্ষেত্র অধিকর্তা রবিন্দ্র পাল সাইনি, উপক্ষেত্র অধোকর্তা অপূর্ব সেন। সোমবার বনমন্ত্রী হিতেন বর্মন জয়ন্তীতে পর্যটন নিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বাসিন্দারা পর্যটকদের ঘোরানোর জন্য দ্রুত জিপসি সাফারি চালুর কথা বলেন। এ দিন বনবস্তিবাসীদের কাছে জঙ্গল সাফারির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ডিএফও রাজেন্দ্র জাখর। রবীন্দ্রপাল সাইনি বলেন, “বক্সায় এর আগে জিপসি সাফারি ছিল না। কিছু জায়গায় পর্যটকদের ঢোকার অনুমতি ছিল। তবে জিপসি সাফারি হলে গাড়ির মালিক, চালক ও গাইড বনবস্তির বাসিন্দের মধ্যে থেকেই হতে হবে। বনবস্তিতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। দ্রুত সাফারির চেষ্টা চলছে।”

নতুন নিয়োগ
সুমন চট্টোপাধ্যায় ২০১৩-’১৪ সালের জন্য ফের অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.