গোষ্ঠীকোন্দলে ভন্ডুল অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সবে শুরু হয়েছে খেলা। প্রতিবন্ধীদের অনেকেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে। আচমকা ১৫ জনের একটি দল মাঠের ভিতরে ঢুকে খেলা বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। তাদের প্রশ্ন, স্থানীয় তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষকে কেন আমন্ত্রণ করা হয়নি? সে প্রশ্ন তুলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে তাঁরা অনুষ্ঠান উদ্বোধক জেলা তৃণমূল নেত্রী তথা কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা এক শিক্ষককে মারধর করা হয় বলেও অভিযোগ। ওই গণ্ডগোলের জেরে ভেস্তে যায় অনুষ্ঠান। ক্ষোভ প্রকাশ করে ফিরে যায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীর। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে কোচবিহার কোতোয়ালি থানার কলাকাটায়। প্রতিবন্ধীদের খেলায় ওই ঘটনার পর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে কোচবিহারে। ঘটনার পর দুই পক্ষই বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
|
ডিএম পদে তিনটি নাম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মালদহে নতুন জেলাশাসক নিয়োগের জন্য সরকারের পাঠানো তিনটি নাম মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে পৌঁছেছে। আজ, বুধবার মুখ্য নির্বাচনী অফিসার ওই তালিকা দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে পাঠাবে। রাজ্য সরকার এ দিন যে-তিনটি নাম পাঠিয়েছে, সেগুলি হল স্মিতা পাণ্ডে, শরদ দ্বিবেদী ও দীনবন্ধু ভট্টাচার্য। প্রথম জন এখন কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের অধিকর্তা। পরের দু’জন যথাক্রমে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের অতিরিক্ত এগ্জিকিউটিভ অফিসার এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব পদ। সরকারি সূত্রের খবর, বুধবার দিল্লি বিধানসভার নির্বাচন, তাই সে-দিনই কমিশনের জবাব পাওয়ার সম্ভাবনা কম। কাল, বৃহস্পতিবার তা পাওয়ার আশা করছে সরকার। রাজ্য প্রশাসনের এক কর্তা জানান, মালদহে এখন নির্বাচনের কাজ (ভোটার তালিকা সংশোধন) চলছে। তাই কমিশনের অনুমতি ছাড়া জেলাশাসক নিয়োগ করা যাবে না। আপাতত এক জন অতিরিক্ত জেলাশাসক ওই দায়িত্ব সামলাচ্ছেন।
|
গাঁজা-সহ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
১০ কেজি গাঁজা সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে করণদিঘির ভুররী এলাকা থেকে। রাতে ডালখোলা থেকে একটি গাড়িতে গাঁজা পাচার করছিল ওই দুষ্কৃতী। গাড়িটিও আটক করেছে করণদিঘি থানার পুলিশ।
|
হাসপাতালে দেবযানী
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
জলপাইগুড়ি থেকে মালদহ যাওয়ার পথে রায়গঞ্জে অসুস্থ হয়ে পড়লেন সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। সোমবার রাতে তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করায় জলপাইগুড়ি জেলা পুলিশ। দেবযানীকে পৃথক কেবিনে রাখা হয়েছিল। তাঁর এক্স রে এবং ইসিজি করা হয়। রক্তপরীক্ষাও করানো হয়। মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ তাঁকে ছুটি দেওয়া হয়। |