টুকরো খবর |
অব্যাহতি চাইলেন মেডিক্যাল সুপার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিজের কাজ আর উপভোগ করছেন না জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সব্যসাচী দাস। কয়েকদিন আগেই তিনি আর সুপার পদে কাজ করতে চান না জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন পাঠিয়েছিলেন। যদিও এখনও পর্যন্ত তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে কোনও খবর মেলেনি। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে গিয়ে মন্ত্রী গৌতম দেবের সঙ্গে দেখা করেন তিনি। গৌতমবাবু তাঁকে দায়িত্ব না ছাড়ার জন্য অনুরোধ জানান। মেডিক্যাল সুপার অবশ্য দায়িত্ব আপাতত ছাড়ছেন না বলে তাঁকে জানিয়েছেন বলে গৌতমবাবুর দাবি। তিনি বলেন, “আমি চাই সব্যসাচীবাবু দায়িত্বে থাকুন। তবে কাউকে জোর করা তো সম্ভব নয়, উনি যদি এরপরেও দায়িত্বে ছাড়তে চান তবে ছাড়তে পারেন। তবে আমাকে উনি কথা দিয়েছেন, দায়িত্ব ছাড়বেন না বলে।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রের খবর, উনি তাঁর কাজে নেতাদের হস্তক্ষেপ পছন্দ করছেন না। সেকারণেই তাঁর কাজে অনীহা। দায়িত্ব ছাড়ার ব্যাপারে সব্যসাচী দাস নিজে অবশ্য জানিয়েছেন, “আমি আর কাজটা উপভোগ করছি না। অনেকদিন প্রশাসনিক দিক সামলেছি। আমি এখন আমার নিজস্ব বিভাগ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সামলাতে চাই। আমাকে অব্যাহতি না দিলে অবশ্য কাজ করতেই হবে।
|
অনশনে অস্থায়ী কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
কর্মী নিয়োগের প্যানেল ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে আমরণ অনশনে বসলেন অস্থায়ী কর্মীদের একাংশ। পাশাপাশি কলেজের পঠন পাঠন নিয়ে অধ্যক্ষের ঘরে এ দিনও বিক্ষোভ দেখিয়েছেন ছাত্র পরিষদের সদস্যরা। অনশনরত অস্থায়ী কর্মীদের মুখপাত্র শৌভিক চৌধুরী অভিযোগ করে বলেন, “অধ্যক্ষ পক্ষপাতমূলকভাবে দু’জন কর্মী নিয়োগ করছেন। সেই প্যানেল ফাঁস হয়ে গিয়েছে। অবিলম্বে প্যানেল বাতিল করে যোগ্য ব্যাক্তিদের নিয়োগ করতে হবে।” কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছাত্র পরিষদের রাজীব রায়ের অভিযোগ, “কলেজের পঠনপাঠনে অধ্যক্ষ নজর দেন না।” যদিও, আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ ধীরাজ বসাক বলেন, “কোন অভিযোগই ঠিক না। কোনও প্যানেল ফাঁস হয়নি। পঠন-পাঠন নিয়েও কোনও সমস্যা নেই। ছাত্ররা না এলে ক্লাস হবে কী করে!”
|
পুরস্কৃত প্রতিবন্ধীরা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
নিজস্ব ক্ষেত্রে সফল হওয়া সাতজন প্রতিবন্ধীকে পুরস্কৃত করল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঙ্গলবার, বিশ্ব প্রতিবন্ধী দিবসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। এরা হলেন দুজন স্বনির্ভর মহিলা সরিনা বেওয়া এবং মল্লিকা বায়েন। দুজন ক্রীড়াবিদ রিয়া রায় এবং পূণির্র্মা পাশোয়ান, দুজন সমাজসেবী সতু রায় এবং গোবিন্দ দাস এবং একজন বেতার শিল্পী ফটিক রায়।
|
গণধর্ষণ, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গণধর্ষণের অভিযোগে দু’জনকে ধরল মিরিক থানার পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন পানিঘাটা চা বাগান এলাকা থেকে কুলদীপ খালকো ও গিলবোর বেগকে পুলিশ গ্রেফতার করে কার্শিয়াং আদালতে পাঠায়। দু’জনেরই ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রের খবর, গত ১ ডিসেম্বর কাকার বাড়ি পানিঘাটায় ঘুরতে এসেছিলেন অর্ড চা বাগানের বাসিন্দা বছর তেইশের এক তরুণী। তাঁকে দুই পরিচিত যুবক ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ঝোপের মধ্যে নিয়ে যায়। সেখানেই তাঁকে ওই দু’জন ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
|
ভূকম্প অনুভূত আলিপুরদুয়ারে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ভুমিকম্পে কেঁপে উঠল আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকা। মঙ্গলবার সন্ধ্যা ৭-৪৫ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের ভুমিকম্পে আতঙ্ক ছড়ায় শহরে। মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েন। উলু ও শঙ্খধ্বনি দেওয়া হয়। আলিপুরদুয়ারের মহকুমা শাসক নিখিল নির্মল বলেন, “কয়েক সেকেন্ডের ভুমিকম্প ছিল। তবে রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি। ক্ষয় ক্ষতির খবর রাত অবধি নেই।” |
প্ররোচনার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
বিষক্রিয়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালবাজারের ক্রান্তি ফাঁড়ির কাঠামবাড়ি ক্যানাল বস্তিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সোফিয়া বেগম (৩৫)। গত রবিবার বিষক্রিয়ার জেরে তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন রাতেই তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সোমবার রাতে ক্রান্তি ফাঁড়িত বধূর বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা সকলেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন।
|
তৃণমূলের জনসভা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
কালিম্পং মহকুমার ভূটান সীমান্তের গ্রাম বিন্দুতে যুব তৃণমূলের জনসভা আয়োজিত হল। গত সোমবার সন্ধ্যায় জনসভা আয়োজন করে গরুবাথান ব্লক যুব তৃণমূল। সংগঠন প্রসারে নিয়মিত সভা, সমাবেশের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু |
বেসরকারি বাসের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার চিঙ্গিশপুর এলাকার ঘটনা। মৃতের নাম বিভুরঞ্জন মাহাতো (১৪)। গুরুতর জখম অপর ছাত্রকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দা নবম শ্রেণির ওই দুই ছাত্র সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে হিলি-বালুরঘাটবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়।
|
বিক্ষোভ |
দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের জলপাইগুড়ির অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। এসজেডিএতে জলপাইগুড়ির জনপ্রতিনিধিদের অর্ন্তভুক্ত করার দাবিও জানায় তারা।
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মেরে মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগরে। মৃত কিশোরের নাম সুজয় প্রামাণিক (১৫)। দীপক মণ্ডল নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি। দুজনেরই বাড়ি শিলিগুড়ির সাহুডাঙ্গির বাড়িভাসায়। এ দিন স্কুটার চালিয়ে শালুগাড়ার দিকে যাচ্ছিলেন দু’জন। পথে দুর্ঘটনা ঘটে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। |
|