নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
দার্জিলিঙের রোহিণীর রাস্তার টোলট্যাক্স কমানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধমর্ঘট শুরু হল ট্রাক ও পিকআপ ভ্যানের মালিকেরা। মঙ্গলবার থেকে এই ধমর্ঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন পাহাড়ের ব্যবসায়ীরা। মালিকেরা জানিয়েছেন, বর্তমান জিটিএ-র নির্ধারিত নিয়ম অনুসারে ট্রাকের জন্য ৮০ টাকা এবং পিকআপ ভ্যানের জন্য ৫০ টাকা করে পথকর দিতে হচ্ছে। একবার একটি ট্রাক বা পিকআপ ভ্যানকে শিলিগুড়ি যাতায়াত করতে গেলে যথাক্রমে ১৬০ টাকা এবং ১০০ টাকা দিতে হচ্ছে। যা অত্যন্ত বেশি। দুটি গাড়ির জন্যই কর ১৫ টাকা করার দাবি জানানো হয়েছে। এতে ওই ধরণেন একটি গাড়িকে শিলিগুড়ি যাতায়াত করতে ৩০টা দিতে হবে।
জিটিএ সূত্রের খবর, সম্প্রতি টোলগেটে ট্রাকের জন্য দর ১৫০টাকা এবং পিকআপ ভ্যানের জন্য ১০০ টাকা রেট করা হয়। পরবর্তীতে ২৯ নভেম্বর তা কমিয়ে ৮০ টাকা এবং ৫০ টাকা করা হয়। ১ ডিসেম্বর থেকে পথকর আদায় শুরু হয়েছে। কার্শিয়াঙের পিকআপ ভ্যান ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপেন ছেত্রী বলেন, “৫৫ নম্বর জাতীয় সড়কও তিন বছর ধরে বন্ধ। এই রাস্তা দিয়েই মূলত গাড়িগুলি চলছে। তবে ভাড়া বাড়েনি। তেলের দাম বেড়েছে। সেখানে নিয়ম অনুযায়ী আমরা টাকা দিতে পারব না। দাবি মানা না অবধি ধমর্ঘট চলবে।” দার্জিলিং ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রাজেন ছেত্রী বলেন, “ওই দরে পথকর দিয়ে গাড়ি চালানো সম্ভব নয়।”
শিমূলবাড়ি থেকে রোহিণী হয়ে কার্শিয়াঙে যেতে রোহিণীর রাস্তা ব্যবহার হচ্ছে। ৫৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় এই রাস্তায় চাপ বেড়েছে। পাঙ্খাবাড়ির রাস্তাটি দিয়ে কেবলমাত্র গাড়ি নীচে নামতে পারে। এদিন জিটিএ-র ভারপ্রাপ্ত চিফ এক্সিকিউটিভ রমেশ আলে বলেন, “এক দফায় ওই গাড়ি চালক, মালিকদের সঙ্গে বৈঠকের পর টোলগেটের রেট কামানো হয়েছিল। তাঁরা আরও কমানোর দাবি করছেন। বিষয়টি আমরা দেখছি।” |