ধানখেত থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ক্যানিংয়ের গোলাড়হড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, সকালে কয়েকজন চাষি মাঠে যাওয়ার সময় ধানখেতে বছর আঠাশের এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরণে ছিল জিনসের প্যান্ট ও জ্যাকেট। যুবকের গায়ে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁর প্যান্টে মুর্শিদাবাদের একটি দোরজির দোকানের স্টিকার লাগানো ছিল, যা দেখে তিনি এই এলাকার বাসিন্দা বলে পুলিশের অনুমান। প্রাথমিক তদন্তের পরে পুলিশ ধারণা যুবককে কুপিয়ে খুন করে সেখানে ফেলা হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুই বলেন, “প্রাথমিক ভাবে ওই যুবককে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। আপাতত একটি খুনের মামলা করে তদন্ত শুরু হয়েছে।”
|
দরজার তালা ভেঙে চুরি হল পঞ্চায়েত ভবনে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে রবিবার রাতে চারটি কম্পিউটার-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্তে নামলেও সোমবার রাত পর্যন্ত চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রের খবর, ওই দিন রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার পথে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির এক সদস্য দেখেন পঞ্চায়েত ভবনের দরজা খোলা। তিনি তখন আর একজনকে ডেকে নিয়ে ভিতরে ঢুকে দেখেন পঞ্চায়েত ভবনের দরজার তালা ভাঙা। ভিতর থেকে উধাও কম্পিউটার-সহ অন্যান্য জিনিসপত্র। সারা ঘরে ছড়িয়ে রয়েছে কাগজপত্র। খবর পেয়ে সেখানে যান বিডিও। শুধু চুরি করতে নাকি অন্য উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
|
আগুনে ভস্মীভূত হল দু’টি দোকান। সন্দেশখালির ন্যাজাট বাজারের ফেরিঘাট সংলগ্ন একটি বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের বক্তব্য, দোকানদু’টিতে ১৪-১৫ লক্ষ টাকার জিনিস ছিল, যার প্রায় পুরোটাই পুড়ে গিয়েছে। পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে বেতনী নদীর ফেরিঘাটের পাশে একটি দোতলা বাড়ির একতলার দু’টি দোকানে আগুন লাগে। আশপাশের লোকজন দমকলে খবর দেন। দমকল কর্মীরা আগুন নেভানোর আগেই বেশিরভাগ জিনিসই পুড়ে যায়। আগুনের প্রচণ্ড তাপে বাড়িটিরও ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান বৈদ্যুতিক শট সার্কিট থেকে কোনওভাবে আগুন লাগে। দোকানের মধ্যে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে।
|
নিখোঁজ কিশোরীর উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, যুবকটি ওই কিশোরীকে অন্যত্র পাচারের চেষ্টা করেছিল। পুলিশ সূত্রে খবর, গত ২৪ নভেম্বর রায়দিঘি থানার কৌতলা গ্রামের বাসিন্দা ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। ৩০ নভেম্বর তার পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। গত রবিবার রাতে কিশোরীটি বাড়ি ফিরে আসে। সে জানায়, প্রতিবেশী ইশাকআলি মোল্লা তাকে প্রলোভন দেখিয়ে ট্রেনে জয়নগরে নিয়ে যায়। সেখানে তাকে একটি বাড়িতে রাখা হয়েছিল। সুযোগ পেয়ে সেখান থেকে সে পালিয়ে এসেছে। সোমবার ওই কিশোরীর বাবা ইশাকআলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
|
দেগঙ্গার ইয়াজপুর মাদ্রাসায় অভিভাবক পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল সিপিএম। রবিবার ভোটাভুটির দিন গণ্ডগোলের আশঙ্কায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল। ফল বেরোলে দেখা যায় সিপিএম ৪টি এবং তৃণমূল ২টি আসন পেয়েছে।
|