১০০ দিনের কাজে নিযুক্ত সুপারভাইজারদের পাওনাগণ্ডা নিয়ে অসম্তোষে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মদিবস কমছে।
রাজ্যে ১০০ দিনের কাজে নিযুক্ত ওই সব সুপারভাইজারদের বক্তব্য, অন্যান্য রাজ্যে সুপারভাইজার মাস-মাইনের ব্যবস্থা থাকলেও পশ্চিমবঙ্গে তা নেই। এই সব তথ্য তুলে ধরে মঙ্গলবার মাস-মাইনের দাবিতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেন ১০০ দিনের কাজে নিযুক্ত হাজার দুয়েক সুপারভাইজার। উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি রহিমা বিবি জানান, শীঘ্রই বিষয়টি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নজরে আনা হবে।
প্রশাসন সূত্রের খবর, ১০০দিনের প্রকল্পে এ রাজ্যের ১৯টি জেলায় প্রায় ৩০ হাজার সুপারভাইজার চুক্তির ভিত্তিতে কাজ করছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় বুথপিছু এক জন করে মোট আড়াই হাজারের মতো সুপারভাইজার রয়েছেন। ২৫ জন শ্রমিককে দেখভালের জন্য তাঁরা দিন প্রতি ২২৬ টাকার মতো পেয়ে থাকেন। এ দিন মিছিল করে বারাসতে জেলাসভাধিপতির অফিসে গিয়ে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান, ত্রিপুরা সর্বত্রই সুপারভাইজাররা মাসে ৫-৬ হাজার টাকার মতো বেতন পেয়ে থাকেন। অথচ এ রাজ্যে নির্দিষ্ট মাস-মাইনের পরিবর্তে চুক্তির ভিত্তিতে সুপারভাইজারদের টাকা দেওয়া হয়। ইউনাইটেড স্টেট এনজিআরইজিএ সুপারভাইজার ফেডারেশন এর জেলা সম্পাদক এ কে আলেমুল ইসলাম বলেন, “বছরে তিন মাসের মতো কাজ মিলছে আমাদের। তাও পুরো মাস কাজ নেই। অবস্থা খুবই খারাপ। সংসার চলছে না। এ সব কারণে ১০০ দিনের কাজে আমাদেরও উৎসাহ কমছে, কমছে কর্মদিবসও। সে জন্যই আমরা মাস মাইনের দাবিতে আন্দোলন করছি।” |