বাসের চাকায় পিষ্ট হয়ে মায়ের সামনেই মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। মঙ্গলবার সকালে মন্দিরবাজারের ডায়মন্ড হারবার-রায়দিঘি রোডে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ের কাছে ওই দুর্ঘটনায় মৃতের নাম অরিজিৎ গায়েন। তার বাড়ি ওই এলাকাতেই। দুর্ঘটনার জেরে জনতা বাসটিতে ভাঙচুর চালায়। এর ফলে, বেশ কিছু ক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ মা রিঙ্কুদেবীর সঙ্গে রাস্তার উল্টো দিকের একটি পুকুরে গিয়েছিল অরিজিৎ। ফেরার সময়ে রাস্তা পেরোতে গিয়ে ডায়মন্ড হারবার-রায়দিঘি এম-১০ রুটের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিজিতের। |
দুর্ঘটনার পরে চালক যাত্রী বোঝাই বাসটি নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু জনতা বাসটি ধরে ফেলে। যাত্রীদের নামিয়ে শুরু হয় ভাঙচুর। সেই সুযোগে চালক পালান। তার পরেই বন্ধ হয়ে যায় ওই রুটের সব বাস চলাচল। যাত্রীরা কেউ হেঁটে, কেউ মোটরভ্যানে গন্তব্যে রওনা হন।
ঘটনাস্থলের কাছেই দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, ওই রুটের ডায়মন্ড হারবার থেকে আসা বাসগুলি মন্দিরবাজার থেকে রায়দিঘি পর্যন্ত বেপরোয়া গতিতে চলে। তার জেরে দুর্ঘটনা ঘটছে। তবে, এই অভিযোগ মানতে নারাজ ওই রুটের বাস-মালিক সংগঠনের সম্পাদক রহিসউদ্দিন মোল্লা। তাঁর দাবি, “নির্দিষ্ট গতিতেই বাস চলে।” পুলিশ জানিয়েছে, বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। |