উত্তর ২৪ জেলা সিপিএমের নবান্ন অভিযানের দিন পাল্টাল। আগামী ১০ জানুয়ারির পরিবর্তে ৮ জানুয়ারি ওই অভিযান হবে বলে মঙ্গলবার অশোকনগরে এক জনসভায় জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা দলের জেলা সম্পাদক গৌতম দেব।
দলের অশোকনগর জোনাল কমিটির ডাকে স্থানীয় কচুয়া মোড়ে এক জনসভায় গৌতমবাবুর দাবি, “৮ জানুয়ারি তিন লক্ষ লোক নিয়ে নবান্ন পর্যন্ত যাওয়া হবে। জানি পুলিশ ওই পর্যন্ত যেতে দেবে না। তবে, কোথায় তাঁদের আটকানো হবে তা সরকারকেই ঠিক করতে হবে। কলকাতায় ওই দিনই একটি সভা করবে জেলা সিপিএম। তার পরে সিপিএমের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে।” সাক্ষাতের জন্য আজ, বুধবারই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হবে বলে জানান গৌতমবাবু। |
নবান্ন অভিযানের দিন বদলের কারণ নিয়ে গৌতমবাবু জানান, “১০ জানুয়ারি সভার দিন নির্দিষ্ট থাকলেও পুলিসের অনুরোধে তা ৮ জানুয়ারি করা হচ্ছে।” এই ঘোষণার পরে তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হুঁশিয়ারি, “হিম্মত থাকলে গৌতম দেবরা মুখ্যমন্ত্রীর অফিস ঘেরাও করতে যান। তার পরে উপযুক্ত জবাব দেওয়া হবে।” ইতিমধ্যেই বিভিন্ন বিষয়কে সামনে রেখে দলীয় কর্মী-সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন বিমান বসু। এ দিনের সভায় উপস্থিত বিমানবাবুর মুখে ফের একই সুর শোনা গিয়েছে। গৌতমবাবুও বলেন, “সিপিএম তথা বামেরা কেমন বিরোধী দল, তা মানুষকে বোঝাতে এবং ন্যায়-নীতির দিকে তাকিয়ে আমরা এত দিন তৃণমূল সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিরোধিতা করিনি।” সারদার সম্পত্তি কোথায় রয়েছে, তার খোঁজ নেওয়ার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানান গৌতমবাবু। সমালোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়েরও। |