টুকরো খবর
জল প্রকল্পে কাজ নিয়ে গুলি চলল রঘুনাথগঞ্জে
জল প্রকল্পে কারা কাজ করবে এই নিয়ে গণ্ডগোলের জেরে রণক্ষেত্রের চেহারা নিল রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি মাঠ সংলগ্ন এলাকা। মঙ্গলবার সকালের ওই ঘটনায় শূন্যে দু’রাউণ্ড গুলিও চলে। তবে কেউ হতাহত হননি। এ দিনের গোলমাল স্থলের দেড়শো মিটার দূরে শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আসবেন। ঘটনার পরেই ছুটে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভারু রবীন্দ্রনাথ সহ পদস্থ পুলিশ কর্তারা। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই জল প্রকল্পে কারা কাজ করবে তা নিয়ে বচসার সূত্রপাত। গুলিও চলে। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। ৪ জনকে আটক করা হয়েছে। একটি দো’নলা বন্দুকও মিলেছে।’’ রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের ওই জল প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব রয়েছে দিল্লির একটি ঠিকাদারি সংস্থার। ওই ঠিকাদারি সংস্থার ইঞ্জিনীয়ার অরুণকুমার সেন বলেন, ‘‘সংস্থার তরফে সাব টেণ্ডার করে ওই প্রকল্পটি রক্ষণাবেক্ষণ করার ভার পায় একটি স্থানীয় ঠিকাদারি সংস্থা। ওই সংস্থার ৪০ জন কর্মী প্রকল্পের কাজ করেন। সোমবার ওই সংস্থার মেয়াদ শেষ হয়। মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত অন্য একটি সংস্থা তাদের নিজেদের ৪৩ জনকে নিয়ে প্রকল্পের কাজ শুরুর চেষ্টা করলে বর্তমানে কর্মরত শ্রমিকেরা তাদের বাধা দেন। উভয়ের মধ্যে শুরু হয় বচসা। ইট পাটকেল ছুড়তে থাকে নতুন শ্রমিকেরা। তখনই প্রকল্পের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার এক নিরাপত্তারক্ষী দু’রাউণ্ড গুলি ছোড়ে।”

তৃণমূলের গোষ্ঠীবিবাদ
প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীকোন্দল। সোমবার তেহট্ট-২ ব্লকের প্রাক্তন সভাপতি তৃণমূলের বিশ্বনাথ ঘোষের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও হেনস্থার অভিযোগ আনলেন বর্তমান সভাপতি শাসকদলের লালমোহন ঘোষচৌধুরী। পুলিশ জানায়, বিশ্বনাথবাবু-সহ ৭ জনের বিরুদ্ধে আভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন তেহট্রের গোপীনাথপুরে কর্মিসভায় যাচ্ছিলেন লালমোহনবাবু। অভিযোগ, রাধানগর এলাকায় লালমোহনবাবুর গাড়ি আটকায় বিশ্বনাথ ঘোষের আনুগামীরা। লালমোহনবাবুর অভিযোগ, “অকর্মণ্যতার জন্য দল মাস খানেক আগে বিশ্বনাথ ঘোষকে সরিয়ে আমাকে ব্লক সভাপতি করেছে। এটা মানতে না পেরে বিশ্বনাথ ঘোষ সিপিএমের মদতপুষ্ট সমাজবিরোধীদের নিয়ে আমার গাড়ি ভাঙচুর করে।” অন্য দিকে বিশ্বনাথ ঘোষের পাল্টা বক্তব্য, “লালমোহনবাবু চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা তুলেছিলেন। সেই যুবকরা চাকরি না পেয়ে ওর গাড়ি তছনছ করেছে। আমি ঘটনাস্থলেই ছিলাম না।” লালমোহনবাবু অবশ্য টাকা নেওয়ার নালিশ উড়িয়ে দিয়েছেন।

তালা ঝুলিয়ে বিক্ষোভ
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় পিটিটিআই কোর্স করা পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হয়নি। এই অভিযোগে সোমবার থেকে দু’দিন কান্দির শিমুলগাছি পিটিটিআই কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার সকালে তাঁরা শিমুলগাছি থেকে কান্দি কালীবাড়ি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলে পা মেলান। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে সরকার পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকার দিচ্ছে না। এ ছাড়াও ‘টেট’ পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ছিল পাঠক্রম বহির্ভূত। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, “আমাদের দাবি না মানলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। আন্দোলনকে রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া হবে।” ওই কলেজের অধ্যক্ষ সমীর কুমার ভৌমিক বলেন, “ছাত্র-ছাত্রীদের আন্দোলনে আমার নৈতিক সমর্থন আছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ জরুরি। তাই শিক্ষক নিয়োগে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া দরকার।”

প্রতি বছরের মতো এ বারও নদিয়ার দেবগ্রাম থেকে বাঁকুড়া শহর
লাগোয়া বদরা গ্রামে খেজুর রসের সন্ধানে এসেছেন শিউলিরা। ছবি: অভিজিৎ সিংহ।

ডাকাতির গল্প ফেঁদে গ্রেফতার
ডাকাতির মিথ্যা গল্প ফেঁদে দাদার টাকা আত্মসাৎ করার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃত নৈমুদ্দিন শেখ বধর্মানের কেতুগ্রামের কাটারি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, কেতুগ্রামের রাজুর গ্রামে নিজের বাড়িতে পৌছে দেওয়ার জন্য নৈমুদ্দিনকে তার আরব প্রবাসী দাদা উজ্জ্বল শেখ ২ লক্ষ টাকা দেন। নৈমুদ্দিন কর্মসূত্রে মুম্বইয়ে থাকে। উজ্জ্বল কাজের সূত্রে হত ২৫ নভেম্বর মুম্বইয়ে আসেন। সেখানেই তিনি নৈমুদ্দিনকে ওই টাকা দেন। অভিযোগ, নৈমুদ্দিন ওই টাকা কুক্ষীগত করে দিদির বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামের নগরে বেড়াতে আসেন। উজ্জ্বল শেখ বাড়িতে টাকা দেওয়ার জন্য চাপাচাপি করতে থাকেন। তারপরই রবিবার নৈমুদ্দিন ডাকাতির গল্প সাজান বলে অভিযোগ। পুলিশের কাছে সে জানায়, টাকা নিয়ে ফেরার সময় বড়ঞার ফতেপুর গ্রামের দুষ্কৃতীরা টাকা ছি নতাই করে। জেলার পুলিশ সুপার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “তদন্তে জানা গিয়েছে নৈমুদ্দিন নিজেই ওই টাকা আত্মসাৎ করে ডাকাতির মিথ্যা অভিযোগ এনেছে। তাকে সোমবার গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে দেড় লক্ষ টাকা উদ্ধার হয়েছে।”

ছিনতাইয়ে ধৃত
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরির ঘনিষ্ঠ হওয়ার ‘অপরাধে’ গত শনিবার মুর্শিদাবাদ জেলার জিপি (গভর্মেন্ট প্লিডার)-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আইনজীবী তুষার মজুমদারকে। সেই পদে সিদ্ধার্থশঙ্কর ধরকে মঙ্গলবার নিয়োগ করা হয়। মুর্শিদাবাদের পাাবলিক প্রসিকিউটর (পিপি) দেবাশিস রায় বলেন, “রাজ্যের লিগ্যাল রিমেমবারেন্স দফতর থেকে জিপি পদের জন্য আইনজীবী সিদ্ধার্থশঙ্কর ধরকে মনোনীত করা হয়েছে।”

ধর্ষণ, খুনে ধৃত
শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগে সোমবার রাতে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত আলমগীর শেখের বাড়ি সুতির কাশিমনগরে। পুলিশ জানায়, আলমগীরের পড়শি গ্রামের ওই প্রতিবন্ধী তরুণীর সম্পর্ক ছিল। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বিয়ের জন্য ওই চাপ দিতেই ২৫ নভেম্বর রাতে ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে জেরায় আলমগীর স্বীকার করেছে।”

প্রতিবাদ সভা
সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মঙ্গলবার বিকেলে রানাঘাটে প্রতিবাদ সভা ও মিছিল করে কংগ্রেস। স্থানীয় চৌরঙ্গী মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় জিআরপি মোড়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.