গত শনিবার ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ১৭০ তম মাসিক সাহিত্য পাঠের আসর বসে। বহরমপুরে রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সাহিত্য আসরে সংস্থার সম্পাদক কুশলকুমার বাগচি বলেন, “প্রথম পর্বে ‘বাংলার ছোটগল্পের গতি প্রকৃতি ও ছোটগল্পকার’ র্শীষক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ৫ জন।” দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় স্বরচিত গল্প, কবিতা ও প্রবন্ধ পাঠের আসর। মোট ৩৯ লেখক অংশগ্রহণ করেন।
|
রিয়াঙ্কা সরকার ও রণজিৎ সরকার সম্পাদিত ‘বরং সাহিত্য’ পত্রিকার অক্টোবর-ডিসেম্বর সংখ্যাটি প্রকাশিত হল। ২৪তম বছরের এই ৪র্থ সংখ্যাটি উৎসব সংখ্যা। বহরমপুরের পঞ্চাননতলা থেকে প্রকাশিত ওই পত্রিকায় রয়েছে একটি প্রবন্ধ, দু’টি গল্প এবং এবং দু’ডজন কবিতা। মুর্শিদাবাদের সাটুই থেকে প্রকাশিত হয়েছে নির্ঝর চট্টোপাধ্যায় সম্পাদিত ‘সূর্যোদয়’ পত্রিকার শারদ সংখ্যা।
|
‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রে’র ১৯তম বার্ষিক নাট্যোৎসব শুরু হতে চলেছে আগামী ১৬ ডিসেম্বর থেকে। কল্যাণী ঋত্বিক সদনে ওই উৎসব চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনে মোট ১৩টি নাটক মঞ্চস্থ হবে। তার মধ্যে রয়েছে ‘নান্দীকার’, ‘বহুরূপী’, ‘স্বপ্ন সন্ধানী’ ও ‘নয়ে নাটুয়া’-সহ কলকাতার মোট ১০টি নাট্যসংস্থার প্রযোজনা। থাকবে ‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রে’র নতুন নাটক রবীন্দ্রনাথের ‘গোড়ায় গলদ’ এবং পুরনো প্রযোজনা ‘মেয়েটি’। উৎসবের রীতি অনুসারে এবারও থাকছে মফস্সলের একটি নাট্যদল। সেই মতো কল্যাণীর ‘উদয়ন’ নাট্যসংস্থা মঞ্চস্থ করবে ‘ব্ল্যাক আউট’। প্রতি বছরের মত এ বছরও ডিসেম্বরের প্রথম রবিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।
|
ডোমকল জনকল্যান মাঠে ৫ দিন ধরে অনুষ্ঠিত হল ‘ডোমকল রাসমেলা’। গত ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ওই মেলা চলে। বাউল সংগীত, কবিগান, শব্দগান, নাচ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ঠাসা ছিল ৫ দিনের ওই রাসমেলা। ৩ বছর বন্ধ থাকার পর এ বার ফের ওই মেলা অনুষ্ঠিত হওয়ায় প্রতিদিন বেশ যথেষ্ট লোকসমাগম চোখে পড়েছে। উদ্বোধনে বিডিও রবীন্দ্রনাথ মিশ্র।
|
২৮ নভেম্বর বিকেলে কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কৃষ্ণনগরের মেয়ে সুষ্মিতা মণ্ডলের একক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানটির নাম ছিল ‘সময়ের সাতকাহন’। আয়োজক সংস্থার নাম ‘সমর্পন’। ওই অনুষ্ঠানে সুষ্মিতার গানের একটি সিডি প্রকাশিত হয়। অনুষ্ঠানে ছিলেন সংগীত শিল্পী নির্মলা মিশ্র, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রানী সেন এবং অভিনেতা আশিস বিদ্যার্থী।
|
গত ২৪ নভেম্বর ও পয়লা ডিসেম্বর কৃষ্ণনগর দেবনাথ হাইস্কুলে থার্ড থিয়েটার উৎসবের আয়োজন করেছিল ‘তীরন্দাজ’ নাট্যগোষ্ঠী। নাট্যোৎসপ্রথম দিনে মঞ্চস্থ হয় ‘শতাব্দী’র প্রযোজনা ‘ভূমা’ এবং ‘আয়না’র প্রযোজনা ‘বাঘ’। দু’টি নাটকই বাদল সরকারের লেখা। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় ‘তীরন্দাজ’-এর প্রযোজনা ‘নাট্যকারের সন্ধানে তিনটি চরিত্র’। লেখক বাদল সরকার। দ্বিতীয় দিনের শেষ সন্ধ্যায় ‘পথসেনা’ মঞ্চস্থ করে ভীষ্ম সাহানির নাটক ‘ঘোড়া’। |