টুকরো খবর
সিবিআইয়ের দল ফের নন্দীগ্রামে
২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলিচালনার ঘটনায় নন্দীগ্রামে যাঁরা আহত হয়েছিলেন, তাঁদের সঙ্গে সামনা-সামনি কথা বলল সিবিআইয়ের তদন্তকারী দল। মঙ্গলবার দুপুরে সিবিআইয়ের তিন সদস্যের একটি দল প্রথমে নন্দীগ্রামের কালীচরণপুর ও পরে গোকুলনগর পঞ্চায়েত অফিসে যান। আহতদের কাছে সেদিনে ঘটনার বিবরণ শোনার পাশাপাশি তাঁরা সরকারি ভাবে ক্ষতিপূরণ পেয়েছেন কিনা খোঁজ নেন তদন্তকারী দলের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ সিবিআইয়ের তিন সদস্যের দলটি প্রথমে কালীচরণপুর পঞ্চায়েত অফিসে যান। সেখানে জড়ো হওয়া গ্রামবাসীদের মধ্যে ১৪ মার্চের ঘটনায় আহত কারা, খোঁজ করেন। এরপর পঞ্চায়েত অফিসের একটি ঘরের মধ্যে আহতদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। সিবিআইয়ের ওই দল পরে গোকুলনগর পঞ্চায়েত অফিসে গিয়েও একই ভাবে আহতদের ডেকে কথা বলে। আহতদের মেডিক্যাল সার্টিফিকেট ও ভোটার কার্ডের ফোটেকপি নেওয়ার পাশাপাশি পাসপোর্ট ছবিও নেন তাঁরা। ফের নন্দীগ্রামে সিবিআই দলের আসা নিয়ে জমিরক্ষা আন্দোলনের অন্যতম নেতা তথা তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, “ সিবিআইয়ের উপরে আমাদের আস্থা নেই। হাইকোর্ট সিবিআইয়ের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে। তাই সিবিআই নিজেদের বাঁচাতে ফের নন্দীগ্রামে গিয়ে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করছে।”

স্কুলকে সাহায্য
কাঁথি-৩ ব্লকের ৭টি উচ্চ প্রাথমিক, ৮টি মাধ্যমিক ও ৪৬টি শিশু শিক্ষা কেন্দ্রে মিড-ডে মিল রান্নার জন্য রান্নাঘর তৈরিতে উদ্যোগী হল কাঁথি-৩ পঞ্চায়েত সমিতি। এর জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ জানান। বিকাশবাবু বলেন, “শিক্ষাকেন্দ্রগুলিতে রান্নাঘর তৈরির জন্য কোন ঠিকাদার নিয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাকেন্দ্রগুলির কমিটিই রান্নাঘর তৈরি করবে।”

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম নারায়ণ জানা (৫৬)। মঙ্গলবার সকাল দশটা নাগাত দুর্ঘটনাটি ঘটেছে মহিষাদল থানা এলাকার চাঁপি গ্রামে, মহিষাদল-তেরাপেখ্যা মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নারায়ণবাবু মোটর বাইকে বাড়ি থেকে মহিষাদলে যাচ্ছিলেন। পথে তেরাপেখ্যামুখী একটি বাস তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চালক পলাতক।

ক্ষতিপূরণ না-পেয়ে হাইকোর্টে শিলাদিত্য
ছ’মাসের মধ্যে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছিল রাজ্য মানবাধিকার কমিশন। কিন্তু ক্ষতিপূরণ না-পেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সরকারের বিরুদ্ধে মামলা করলেন শিলাদিত্য চৌধুরী। আগামী সপ্তাহে তার শুনানি হতে পারে। গত বছর অক্টোবরে ঝাড়গ্রামের এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন কৃষিজীবী শিলাদিত্য। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে তিনি জামিন পান। মানবাধিকার কমিশনে যান ওই যুবক। জুলাইয়ে কমিশন সুপারিশ করে, শিলাদিত্যকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। নিয়ম অনুযায়ী মানবাধিকার কমিশন কোনও সুপারিশ করলে সরকারকে এক মাসের মধ্যে জবাব দিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে এক মাসের মধ্যে উত্তর দেয়নি রাজ্য। কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত এ দিন বলেন, “রাজ্যের স্বরাষ্ট্র দফতর ২১ নভেম্বর চিঠি দিয়ে জানায়, সুপারিশের বিষয়টি বিবেচনার জন্য তাদের তিন মাস সময় দেওয়া হোক।” কমিশন সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকারকে তিন মাস সময় দেওয়া হবে।

ক্ষুদিরামের জন্মদিবস
শহিদ ক্ষুদিরাম বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে মঙ্গলবার নানা অনুষ্ঠান হল দুই মেদিনীপুরে। এ দিন সকালে কাঁথি শহরের কিশোরনগরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে ‘কাঁথি শহিদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতি’। বিকেলে আলোচনাসভায় বক্তব্য রাখেন জগদীশচন্দ্র দাস, দেবকুমার রায়, সন্তোষ ঘোড়াই, কেশব দাস, বিশ্বজিৎ রায় প্রমুখ। রক্তদান শিবিরও হয়। নিউ দিঘায় দিঘা শিশু কল্যাণ সংসদ ও ঐক্যতানের যৌথ উদ্যোগে মাল্যদান, আলোচনাসভা হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ মিশ্র, সুনির্মল প্রধান, সত্যব্রত দাস, অনিমা চৌধুরী প্রমুখ। দুরমুঠে দেশপ্রাণ সংঘের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন ও দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা। ঝাড়গ্রাম শহরে আবার এসএফআই এবং ডিওয়াইএফ বিকেলে অনুষ্ঠান করে। পথসভায় ক্ষুদিরাম বসুর ত্যাগ ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন এসএফআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৌতম মাহাতো, ডিওয়াইএফআই-এর ঝাড়গ্রাম শহর জেনাল কমিটির সভাপতি আশিস মাহাতো ও সম্পাদক তাপস প্রামাণিক। প্রায় তিনশো পথচারীকে ক্ষুদিরামের ছবি সম্বলিত ব্যাজ পরানো হয়। এ দিকে হলদিয়ায় ২২তম ক্ষুদিরাম জন্মোৎসব ও ক্ষুদিরাম মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন সাংসদ শিশির অধিকারী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠা দিবস
মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস এবং ১৯ তম প্রাক্তনী সংসদের অনুষ্ঠান শুরু হল মঙ্গলবার থেকে। চলবে আজ, বুধবার পর্যন্ত। উপস্থিত ছিলেন আইএমএ’র (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) রাজ্য সভাপতি তথা বিধায়ক নির্মল মাজি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ তমালকান্তি ঘোষ, হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চপলকান্তি ভট্টাচার্য প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.