অবশেষে তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজে পরিচিলন কমিটির সভাপতি পদে সরকারি প্রতিনিধি হিসাবে তৃণমূল বিধায়ক রচপাল সিংহের নাম ঘোষিত হল। আগে এই পদে ছিলেন তৃণমূলেরই আর এক বিধায়ক পারভেজ রহমান। তাঁর জায়গায় রচপালের নাম প্রস্তাব করেছিল সরকার। যা নিয়ে দুই বিধায়কের ঘনিষ্ঠ গোষ্ঠীর ছাত্রদের মধ্যে দফায় দফায় মারপিট বাধে কলেজে। জখম হয় অনেকে। আতঙ্কের পরিবেশ থাকায় বেশ কিছু দিন ধরে কলেজে আসছিলেন না বেশির ভাগ ছাত্রছাত্রী। ক্লাস হচ্ছিল না। এ বার অচলাবস্থা কাটতে পারে বলে আশা প্রকাশ করেছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রের খবর, গত অক্টোবর মাসের পরে মঙ্গলবারই পরিচালন কমিটির বৈঠক হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সরকারি প্রতিনিধি হিসাবে রচপালের নাম ঘোষিত হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রচুর পুলিশ মোতায়েন ছিল কলেজে। বিষয়টি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর আকচাআকচি মেটাতে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে। পারভেজ এ দিন বলেন, “আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। সরকারি চিঠি এখনও না পেলেও মুখ্যমন্ত্রী স্বয়ং আমাকে ফোন করে বিষয়টি বলেছেন।” পরিচালন কমিটির নতুন সভাপতি হয়ে রচপাল বলেন, “কলেজ কলেজের মত চলবে। শান্তিপূর্ণ পঠনপাঠনের পরিবেশ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলেজ সুষ্ঠু ভাবে পরিচালনা করতে তিনি সর্বতো ভাবে সাহায্য করবেন। |