ছোট ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই ভাইয়ের। গুরুতর জখম হন তাঁদের এক সঙ্গী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির শিয়াখালায় তেঁতুলতলার কাছে ৩১ নম্বর রুটে। পুলিশ জানায়, মৃতদের নাম সুভাষ সাঁতরা (২৪) এবং সত্যজিৎ সাঁতরা (২২)। তাঁদের বাড়ি শিয়াখালার দেশমুখা গ্রামে। সুভাষ সত্যজিতের জ্যাঠতুতো দাদা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষ সেনাবাহিনীতে চাকরি করতেন। অন্ধ্রপ্রদেশে কর্মরত ছিলেন। সত্যজিৎ মুম্বইতে গয়নার কাজ করতেন। সামনে সুভাষের দাদার বিয়ে। সেই উপলক্ষেই সুভাষ এবং সত্যজিৎ ছুটি নিয়ে বাড়ি ফেরেন দিন কয়েক আগে। এ দিন সকাল ১১টা নাগাদ ওই দু’জন প্রভাস মালিক নামে আর এক যুবকের সঙ্গে একটি মোটরবাইকে চেপে শিয়াখালার দিকে যাচ্ছিলেন। স্থানীয় তেঁতুলতলার কাছে বাইকটির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ছোট ট্রাকের ধাক্কা লাগে। তিন জনেই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সুভাষের মৃত্যু হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। অন্য দু’জনকে শিয়াখালার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। দু’জনকেই সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। সেখানেই সত্যজিৎ মারা যান।
|
বনস্পতির ট্যাঙ্কার উল্টে বিপত্তি ঘটল নবান্নের কাছে বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোডে। মঙ্গলবার সকালে, আন্দুল রোড থেকে সেতুর টোলপ্লাজার দিকে যাওয়ার রাস্তায়। পুলিশ জানায়, একটি বাঁকের মুখে ট্যাঙ্কারটি উল্টে যায়। রাস্তায় বনস্পতি ছড়িয়ে পড়ায় যাওয়া-আসার দু’টি লেন দিয়েই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয় আন্দুল রোড থেকে কলকাতামুখী গাড়ি চলাচলও। ওই গাড়িগুলিকে মন্দিরতলা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আসে দমকলের একটি ইঞ্জিন। রাস্তায় জমে থাকা বনস্পতি প্রথমে জল দিয়ে সরাবার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। শেষে পুলিশ ও দমকল কর্মীরা বেলচা দিয়ে বনস্পতি পরিষ্কার করেন। ট্যাঙ্কারটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, কেউ হতাহত হননি। চালক ও খালাসি গ্রেফতার হয়েছে।
|
রাজ্য ওয়াকফ বোর্ড এবং হজ কমিটির উদ্যোগে হজযাত্রীদের জন্য সচেতনতা শিবির হল চণ্ডীতলায়। সোমবার চণ্ডীতলা ২ পঞ্চায়েত সমিতির বিদ্যাসাগর কমিউনিটি হলে ওই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি, রাজ্য সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের ডিরেক্টর মহম্মদ আলি সর্দার, মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টার্চায, বিধায়ক স্বাতী খোন্দকার প্রমুখ। আরামবাগ, শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার ইমাম, মোয়াজিনরা উপস্থিত ছিলেন।
|
দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রীর। মঙ্গলবার উলুবেড়িয়া আমতা রোডে বেলতলা মোড়ের কাছের ঘটনা। পুলিশ জানায়, পায়েল মণ্ডল (১৯) নামে ওই ছাত্রীর বাড়ি কাঁটাবেড়িয়ায়। উলুবেড়িয়া কলেজে কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। কলেজ থেকে সাইকেলে বাড়ি ফেরার সময়ে পিছন থেকে আসা আমতাগামী একটি লরি তাঁর সাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে মৃত্যু হয় পায়েলের। লরির চালককে আটক করেছে পুলিশ। |