পরিবহণ দফতরের নয়া অফিস সল্টলেকে
ল্টলেকের ৫ নম্বর সেক্টরে পাবলিক ভেহিক্লস ডিপার্টমেন্টের একটি নতুন ইউনিট চালু হল। মঙ্গলবার তার উদ্বোধনে পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেকের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশিত পথেই পরিবহণ সমস্যা মেটাতে এমন পরিকল্পনা হয়েছে।” তিনি আরও জানান, সল্টলেকের বিভিন্ন এলাকার মধ্যে দূরত্ব কমাতে ইন্টারসিটি বাস চালানোর একটি পাইলট প্রজেক্ট নিতে চলেছে পরিবহণ দফতর। প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত অনুমোদনের পরেই ওই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এতে স্থানীয় পুরসভারও ভূমিকা থাকবে।
এ বার সল্টলেকে চালু হল পিভিডি-র নতুন দফতর।
এ দিনের অনুষ্ঠানে ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সিএসটিসি-র চেয়ারম্যান বিধায়ক তাপস রায়, বিধায়ক সুজিত বসু, বিধায়ক সব্যসাচী দত্ত, সল্টলেক পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী, পরিবহণ দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণা চক্রবর্তী বলেন, “সরকার আমাদের দায়িত্ব দিলে সর্বতো ভাবে সহযোগিতা করব।”
এর আগেই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, কলকাতার মোটর ভেহিক্লস-এর চাপ কমাতে বিকেন্দ্রীকরণের কথা জানিয়েছিল পরিবহণ দফতর। ঠিক হয়েছিল, কসবা ও সল্টলেকে পিভিডি-র নতুন অফিস হবে। সেই মতোই মঙ্গলবার থেকে সল্টলেকে চালু হল এই নয়া অফিস। এর আওতায় আছে মোট ১৫টি থানা এলাকা। নির্দেশিকায় জারি হয়েছে, নয়া অফিসের আওতাভুক্ত হবে সল্টলেকের ৬৪, ৯১, ৯৭, ৯৮, ১০৬ এবং বেলেঘাটার ১০ ও ৮৫ নম্বর পিন-কোড এলাকা। অনলাইনে বেলতলা, কসবা ও সল্টলেকের অফিসের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। নতুন অফিস থেকে নতুন লাইসেন্স, লাইসেন্সের নবীকরণ, ট্যাক্স জমা, গাড়ির রেজিস্ট্রেশন- সহ বিভিন্ন কাজ হবে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.