তাদের কাছে আসা তথ্যপ্রমাণের ভিত্তিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন রাষ্ট্রপুঞ্জের তদন্তকারীরা। জানুয়ারিতে জেনিভায় শান্তি সম্মেলনের আগে এই অভিযোগ নতুন করে আসাদ প্রশাসনের উপরে চাপ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা ও রাশিয়ার উদ্যোগে আসাদ সরকারকে পারস্পরিক সমঝোতার জন্য ওই শান্তি সম্মেলনে মুখোমুখি আলোচনায় ডাকা হচ্ছে। মানবাধিকার সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের দফতরের প্রধান নবি পিল্লাই জানিয়েছেন, সিরিয়ায় সরকার এবং বিরোধী দু’পক্ষেরই যে নৃশংসতা দেখা গিয়েছে, তা অত্যন্ত উদ্বেগের। সিরিয়ার গণহত্যা, রাসায়নিক অস্ত্রের ব্যবহার, ধর্ষণ, এবং আরও যে যে ভয়ঙ্কর হিংসার প্রমাণ মিলেছে, তার সবই রাষ্ট্রপুঞ্জের প্যানেল নথিভুক্ত করেছে।
পুরনো খবর: যুদ্ধ হোক বা না হোক, ফুর্তিতেই আছেন আসাদ |
সমাজের গরিব, দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়ানোই তাঁর ধর্ম। অথচ ছাত্রাবস্থায় ছেঁড়া জামাকাপড় পরা, দুঃস্থ মানুষ ঘরে ঢোকার চেষ্টা করলে মালিকের নির্দেশে তাঁদের বাইরে বার করে দিতেন। তিনি পোপ ফ্রান্সিস। রবিবার রোমে ভ্রমণের সময়ে কয়েক জনের কাছে নিজেই স্বীকার করে নেন অতীত জীবনের এই কাজের কথা। জানান, যখন কলেজে পড়তেন অর্থ জোগাড়ের জন্য চাকরি নিয়েছিলেন বুয়েনস আইরেসের নৈশ পানশালায়। কাজ ছিল বাউন্সারের।
|
পেন্টাগনের দ্বিতীয় সর্বোচ্চ পদে এক মহিলাকে বসালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৫ ডিসেম্বর থেকে প্রতিরক্ষা দফতরের উপ-সচিবের দায়িত্ব সামলাবেন ক্রিস্টিন ফক্স। এর আগে প্রতিরক্ষা মন্ত্রকেরই ‘কস্ট অ্যাসেসমেন্ট ও প্রোগ্রাম ইভ্যালুয়েশন’-এর ডিরেক্টর পদে ছিলেন তিনি। ফলে দফতরের প্রতিকূলতা থেকে সম্ভাবনা সব কিছুর সঙ্গে আগে থেকেই পরিচয় রয়েছে ক্রিস্টিনের। এমন গুরু দায়িত্ব অভিজ্ঞ উপ-সচিবের হাতে যাওয়ায় খুশি প্রতিরক্ষা সচিব চাক হ্যাগেলও।
|
বলশয় ব্যালের পরিচালক সেরগেই ফিলিনকে অ্যাসিড ছোড়ার অভিযোগে ন’বছরের কারাদণ্ড দেওয়া হল তাঁরই দলের তিন নৃত্যশিল্পীকে। জানুয়ারি মাসে অ্যাসিড হামলার শিকার হন সেরগেই। তদন্তে উঠে আসে পাভেল দিমিত্রিচেনকো ও আরও দুই নৃত্যশিল্পীর নাম। মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁদের কারাদণ্ড ঘোষণা করেছে।
|
ভারত থেকে কর্মীদের আমেরিকায় এনে কম বেতনে রেস্তোরাঁয় কাজ করানোর অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় দম্পতি। অমৃতলাল পটেল ও দাক্ষাবেন পটেল নামে ওই দম্পতি কেন্টাকির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, চাকরি দেওয়ার নাম করে ভারতীয় তরুণ-তরুণীদের নিয়ে আসতেন ওই দম্পতি। প্রতি দিন ১২ ঘণ্টা করে খাটাতেন রেস্তোরাঁর কাজে। বেতন দিতেন ১৮০০ ডলার (ভারতীয় মুদ্রায় এক লক্ষ টাকার কিছু বেশি)। অসুখ-বিসুখেও মিলত না ছুটি। |