টুকরো খবর
কাঁচামাল নেই, বন্ধ উৎপাদন
কাঁচা মালের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যহত হওয়ার অভিযোগ উঠেছে কালনা ১ ব্লকের হাটকালনা পঞ্চায়েত এলাকার নেতাজি হস্তচালিত তাঁতে। ফলে সমস্যায় পড়েছেন ওই তাঁতের ৬৯ জন কর্মী। তাঁরা জানান, মালিকপক্ষ দশ বছরের চুক্তিতে একজনকে কারখানা চালানোর দায়িত্ব দেয়। গত বছর তার মেয়াদ শেষ হয়। চলতি বছরের জানুয়ারি মাস থেকে মালিকপক্ষ নিজেদের দায়িত্বে ওই কারখানাটি চালাতে থাকে। এক সময় এখানে ৪২টি মেশিন থাকলেও বর্তমানে রয়েছে ২৬টি। কারখানা থেকে দৈনিক গড় উৎপাদন প্রায় ৪০০ লুঙ্গি। কর্মীরা দাবি করেছেন, ২০ নভেম্বর থেকে মালিকপক্ষ কাঁচা মাল পাঠানো বন্ধ করে দিয়েছেন। ফলে বন্ধ হয়ে যায় উৎপাদন। তার পর থেকে মালিকপক্ষ কারখানার চালানোর ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন কর্মীরা। রবিবার ওই এলাকায় একটি স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের ভূমি, বস্ত্র, ক্ষুদ্র, কুটির দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। কর্মীরা তাঁকে একটি লিখিত অভিযোগ জানিয়ে সমস্যার কথা জানান। স্বপনবাবু আশ্বাস দিয়েছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করা হবে। নবদ্বীপের বাসিন্দা কারখানার মালিক উমা দেবনাথের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মুম্বইয়ে চুরিতে অভিযুক্ত যুবক
গয়না চুরিতে অভিযুক্ত এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার নিজেদের হেফাজতে নিল মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, হাসান শেখ নামে ওই যুবক কালনা ১ ব্লকের বাঘনাপাড়া পঞ্চায়েতের দেউলপাড়া গ্রামের বাসিন্দা। মুম্বই পুলিশের অভিযোগ, মুম্বইয়ের মালাড এলাকায় কোরালি গ্রামে অজয় যাদব নামে এক ব্যক্তির কাছে গয়না তৈরির কাজে যায় হাসান শেখ। গত ১৬ অগস্ট লক্ষাধিক টাকা মূল্যের হিরে ও সোনার তৈরি একটি নেকলেস পালিশ করার জন্য সে মালিকের বাড়ি থেকে বের হয়। অভিযোগ, এর পর থেকেই তাকে ওই এলাকায় দেখা যায়নি। কালনা থানার পুলিশ সম্প্রতি একটি চুরির ঘটনায় হাসান শেখকে গ্রেফতার করে। এ খবর পৌঁছনোর পর সোমবার মুম্বই পুলিশের একটি দল কালনায় পৌঁছয়। কালনা থানার পুলিশ এ দিন হাসান শেখকে আদালতে তোলে। তখন মুম্বই পুলিশ হাসান শেখকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের এলাকায় নিয়ে যাওয়ার জন্য আবেদন করে। মুম্বই পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, ওই নেকলেসটির বিষয়ে হাসান শেখকে জেরা করা হবে।

বধূ খুনের অভিযোগ
পুড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর নাম সরস্বতী দাস (২৬)। বাড়ি কাটোয়ার থানার কোশিগ্রামে। সরস্বতীদেবীর বাপের বাড়ির লোকজনের দাবি, কাটোয়া থানায় মৃতার স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কাটোয়া থানার দাবি, এ রকম কোনও অভিযোগ পাননি তাঁরা। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এ দিকে কাটোয়া মহকুমা হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতেও স্বামীর বিরুদ্ধেই অভিযোগ করেছেন সরস্বতীদেবী। বছর সাতেক আগে সরস্বতীদেবীর সঙ্গে মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামের খোকন দাসের বিয়ে হয়। একটি ছেলে ও একটি মেয়েও রয়েছে তাঁদের। বর্তমানে কোশিগ্রামের দাসপাড়ায় থাকতেন তাঁরা। মৃতার ভাই সমীর দাসের অভিযোগ, “বেশ কিছু দিন ধরেই মদ খেয়ে দিদির উপর চড়াও হত জামাইবাবু।”

টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার
ডাকাতির মিথ্যা গল্প ফেদে দাদার টাকা আত্মসাৎ করার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃত নৈমুদ্দিন শেখ বধর্মানের কেতুগ্রামের কাটারি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, কেতুগ্রামের রাজুর গ্রামে নিজের বাড়িতে পৌছে দেওয়ার জন্য নৈমুদ্দিনকে তার আরব প্রবাসী দাদা উজ্জ্বল শেখ ২ লক্ষ টাকা দেন। নৈমুদ্দিন কর্মসূত্রে মুম্বইয়ে থাকে। উজ্জ্বল কাজের সূত্রে হত ২৫ নভেম্বর মুম্বইয়ে আসেন। সেখানেই তিনি নৈমুদ্দিনকে ওই টাকা দেন। অভিযোগ, নৈমুদ্দিন ওই টাকা কুক্ষীগত করে দিদির বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামের নগরে বেড়াতে আসেন। উজ্জ্বল শেখ বাড়িতে টাকা দেওয়ার জন্য চাপাচাপি করতে থাকেন। তারপরই রবিবার নৈমুদ্দিন ডাকাতির গল্প সাজান বলে অভিযোগ। পুলিশের কাছে সে জানায়, টাকা নিয়ে ফেরার সময় বড়ঞার ফতেপুর গ্রামের দুষ্কৃতীরা টাকা ছিনতাই করে। জেলার পুলিশ সুপার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “তদন্তে জানা গিয়েছে নৈমুদ্দিন নিজেই ওই টাকা আত্মসাৎ করে ডাকাতির মিথ্যা অভিযোগ এনেছে। তাকে সোমবার গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে দেড় লক্ষ টাকা উদ্ধারও হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
দু’টি পৃথক পথ দু’ঘটনায় মৃত্যু হল দু’জনের। নাম শেখ আফজল হোসেন (৪৩) ও শেখ স্বাধীন রহমান (৪০)। আফজল হোসেনের বাড়ি বর্ধমান বাহির সর্বমঙ্গলা পাড়ায় ও স্বাধীন রহমানের বাড়ি মাধবডিহির সুবলদহ গ্রামে। সোমবার দুপুরে পেশায় কাঠ ব্যবসায়ী আফজল তাঁর এক সঙ্গীকে নিয়ে মোটর বাইকে চেপে দুর্গাপুর থেকে ফিরছিলেন। গলসির সমনোড় মোড়ের কাছে কলকাতামুখী একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে তাঁদের মোটরবাইক। আফজলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আফজলের সঙ্গীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকেলে বর্ধমান জিটিরোড বাইপাসের ধারে বেচারহাটে। মৃতের নাম শেখ স্বাধীন।

বৃদ্ধার অপমৃত্যু কালনায়
অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কালনা ২ ব্লকের বাদলা পঞ্চায়েতের কোল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কালিদাসী মালিক (৬০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কালিদাসীদেবী ও তাঁর নাতনি পারমিতার মধ্যে বাড়ির কাজ করা নিয়ে তর্ক হয়। এর পর অষ্টম শ্রেণির পড়ুয়া পারমিতা বাড়িতে রাখা কেরোসিন তেল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর এ দিন সকালে কালীদাসীদেবীর ঝুলন্ত দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নাতনি আত্মহত্যার চেষ্টা করেছিল বলে ঠাকুমা এ রকম কাজ করেছেন।

লাউ খেতে তাণ্ডব
খেত থেকে লাউ কেটে নিল দুষ্কৃতীরা। মঙ্গলবার কালনা ১ ব্লকের হাটকালনা পঞ্চায়েতের রংপাড়ার ঘটনা। সাত মাস আগে আকবর শেখ নামে এক চাষি দশ কাঠা জমিতে লাউ চাষ শুরু করেন। সম্প্রতি বাজারে বিক্রিও শুরু করেছিলেন। কিন্তু এ দিন সকালে এলাকারই স্বপন হেমব্রম নামে এক ব্যক্তি দেখেন, লাউ গাছের গোড়া কাটা। কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

গয়না চুরিতে ধৃত
গয়না চুরিতে অভিযুক্ত এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশ মঙ্গলবার নিজেদের হেফাজতে নিল। পুলিশ সূত্রে খবর, হাসান শেখ নামে ওই যুবক কালনা ১ ব্লকের বাঘনাপাড়ার বাসিন্দা। সে মুম্বইয়ে গয়না তৈরির কাজ করতে গিয়ে হিরে নিয়ে পালিয়ে এসেছিল বলে অভিযোগ। সম্প্রতি কালনার পুলিশ একটি চুরির মামলায় তাঁকে ধরেছিল।

কোথায় কী

বর্ধমান
রসায়ন বিভাগে আলোচনা। সকাল ১১টা। উদ্যোগ: বর্ধমান মহিলা কলেজ।

আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া। মোহনবাগান মাঠ। ১১টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.