টুকরো খবর
খুনে অভিযুক্তের বাড়ি ভাঙচুর জামুড়িয়ায়
খুনে অভিযুক্ত তিন কিশোরের বাড়িতে ভাঙচুর করলেন এলাকাবাসী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার শ্রীপুর মোসলাবাঁধ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ নভেম্বর রাত ৯টা নাগাদ একাদশ শ্রেণির পড়ুয়া সোনু আলমকে তার এক বন্ধু ফোন করে ডাকলে সে ঘর থেকে বেরিয়ে যায়। সোনু বাড়ি না ফেরায় পরের দিন তার বাবা জামুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে সোনুর প্রতিবেশী ও তার সহপাঠী চার কিশোরকে ওই রাতেই আটক করে পুলিশ। এর পর ৭ তারিখ জেরায় ওই চার জন স্বীকার করে, সোনুকে খুন করে খাদানে ফেলে দিয়েছে তারা। পুলিশ ধৃতদের সঙ্গে নিয়ে গিয়ে অদুরে ছাতিমডাঙার কাছে একটি পরিত্যক্ত খনি থেকে সোনুর মৃতদেহ উদ্ধার করে। এরপর ধৃত চার পরিবারের অন্য সদস্যেরা বাড়িতে তালা লাগিয়ে অন্যত্র পালিয়ে যায়। ওই দিনই চার জনকে গ্রেফতার করা হয়। পরের দিন চার জনের জেল হাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। এ দিন স্থানীয় বাসিন্দারা চার অভিযুক্তের মধ্যে তিন জনের বাড়ি ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাইফেল ছিনতাইয়ে ধৃত
খনির নিরাপত্তা রক্ষীর রাইফেল নিয়ে চম্পট দিল জনাকয়েক দুষ্কৃতী। তবে ছিনতাইয়ের ঘণ্টা খানেকের মধ্যেই তা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের ইসিএলের মহাবীর খোলামুখ খনিতে। কোলিয়ারি কর্তৃপক্ষের দাবি, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খোলামুখ খনিতে কয়লা চুরির জন্য নামে চার দুষ্কৃতী। তাদের বাধা দিতে গিয়ে মারও খান দু’জন নিরাপত্তা রক্ষী। তখনই রাজেন্দ্র সিংহ নামে এক রক্ষীর কাছ থেকে তার রাইফেল কেড়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ওই দু’জন নিরাপত্তারক্ষীকে বাঁশড়া এরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিহারশোল ধীবরপাড়া থেকে রাইফেল-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

যুবক খুনে ধৃত আরও দুই
হিরাপুরের নিচুপাড়া এলাকায় যুবক খুনের ঘটনায় সোমবার রাতে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে একজন মৃত যুবক রাজেশ জায়সবালের গাড়ি ব্যাবসার অংশীদার বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আসানসোল আদালতে এদের তোলা হলে এসিজেএম বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠান। রবিবার রাত সোয়া ১০টা নাগাদ রাধানগরের নিচুপাড়া এলাকায় ছিন্নমস্তা পুকুরের কাছে জনবহুল এলাকায় রাজেশবাবুকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে বলে অভিযোগ

মণ্ডপে আগুন
আগুনে পুড়ে গেল আমরাইয়ের দুর্গানগরের একটি কালীপুজোর মণ্ডপ। আহত হয়েছেন দু’জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার স্থানীয় একটি কালীমন্দিরের সামনে মণ্ডপ বেঁধে কালীপুজো করা হয়। এ দিন ওই মণ্ডপের সামনেই আগুন পোয়াচ্ছিলেন কয়েকজন। তখনই আচমকা ওই মণ্ডপে আগুন ধরে যায়। আহত হন দু’জন। তাঁদের দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বারাবনিতে বধূ নির্যাতনে ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে বারাবনির দোমহানি থেকে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করেছে আসানসোল মহিলা থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ মুসলিম শেখ। সে অভিযোগকারিণীর শ্বশুরবাড়ির সদস্য। বারাবনির মৌজুরির বাসিন্দা আমিনা বিবি লিখিত অভিযোগে জানান, ২০০৭ সালে তাঁর সঙ্গে দোমহানির বাসিন্দা আবু বকরের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার শুরু করেন তার উপর। মহিলার স্বামী পালিয়ে গিয়েছে বলে জানায় পুলিশ।

রাস্তা সংস্কার
অবশেষে খানাখন্দে ভরা চিত্তরঞ্জন রোড সংস্কারের কাজে হাত দিল পূর্ত দফতর। দফতর সূত্রে খবর, নিয়ামতপুর নিউ রোড থেকে রূপনারায়ণপুরের ডাবোর মোড় পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তাটি বানানোর খরচ ধরা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। দু’বছরেরও বেশি রাস্তাটি সংস্কারবিহীন অবস্থায় পড়েছিল।

কোথায় কী

বুদবুদ


কবিতা উৎসব। পদুমা কালিমন্দির প্রাঙ্গণ। সকাল ১০টা। উদ্যোগ: সারা বাংলা রাইটার্স গিল্ড।

কাঁকসা
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিরুডিহা লালবাবা আশ্রম ময়দান। সকাল ৯টা। উদ্যোগ: কাঁকসা ২ নম্বর চক্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.