খেলার টুকরো খবর

চলছে ভলিবল লিগ
জেলা ভলি ও বাস্কেটবল সংস্থার প্রথম ডিভিশন ভলিবল লিগে অগ্রদূত কোচিং সেন্টার ২১-২৫, ২৫-১১, ২৫-২৭, ২৫-১৯ ও ১৬-১৪ পয়েন্টে হারিয়েছে অরবিন্দ কোচিং সেন্টারকে। অপর ম্যাচে রতন স্মৃতি সঙ্ঘ ২৫-৯, ২৫-১৪ ও ২৬-২৪ পয়েন্টে বর্ধমান ক্লাবকে হারিয়ে দিয়েছে।

অ্যাথলেটিক্স
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্ত কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে মোহনবাগান মাঠে। যোগ দিয়েছে ৭০টি কলেজের প্রায় ৫০০জন প্রতিযোগী। মঙ্গলবার ছেলেদের বিভাগে ২৯টি ইভেন্টে সফল প্রতিযোগীদের পুরষ্কার দেওয়া হয়। আজ, বুধবার হবে মেয়েদের ইভেন্ট। প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ষোড়শীমোহন দা।ঁ

রেলওয়ে সিসির জয়
নববিকাশ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হয় রেলওয়ে সিসি। পুরনোহাট নববিকাশ মাঠে তারা নিমচা এএসএসজিকে ৫-৪ গোলে হারিয়ে দেয়। এই প্রতিযোগিতার সোমবারের খেলায় টাইব্রেকারে জিতেছিল জামুরিয়া উড়নচন্ডী ক্লাব।

জিতল কুমারডিহি
উখড়া আমরা সবাই আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের প্রথম সেমিফাইনালে জয়ী হল কুমারডিহি ক্রিকেট লাভার্স। তারা কুনস্তরিয়া ক্রিকেট-ক্লাবকে ৭২ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে তারা ৭ উইকেটে ১৭৭ রান করে। জবাবে কুনস্তরিয়া ক্রিকেট ক্লাব ১০৫ রানে গুটিয়ে যায়। খেলার সেরা বিজয়ী দলের সঞ্জীব পাল। এই প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতেছিল রানিগঞ্জ একাদশ। পুজারি মাঠে তারা উখরা পল্লীসমিতিকে ৬ উইকেটে হারিয়ে দেয়। সোমবারের খেলার সেরা বিজয়ী দলের শ্যামা ধীবর।

বর্ধমানের মোহনবাগান মাঠে আন্ত:কলেজ ক্রীড়ার একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র।

পড়ুয়াদের ক্রীড়া
রানিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় চক্রের শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা হল মঙ্গলবার। ১১টি প্রাথমিক বিদ্যালয় গুচ্ছ সম্পদ কেন্দ্রের প্রায় ৩০০ জন পড়ুয়া ২৫টি বিষয়ে যোগ দেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পৃথকভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছিলেন বিদ্যালয় অবর পরিদর্শক ভরত ঘোষ, রানিগঞ্জের বিডিও পার্থপ্রতিম সরকার, রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সেনাপতি মণ্ডল। প্রতিযোগিতাটি হয় স্থানীয় রবিন সেন স্টেডিয়ামে।

হারল বড়থল
আজাদ হিন্দ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের প্রথম সেমিফাইনাল খেলায় বিজয়ী হয় অরবিন্দ এফএ। আজাদ হিন্দ মাঠে তারা বড়থল আদিবাসী কৃষক সমিতিকে ৪-০ গোলে হারায়।

জিতল উখড়া
উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হয় উখড়া ফুটবল অ্যাকাডেমি। কুমারডিহি মাঠে তারা আদিবাসী ক্লাব বাহাদুরপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.