নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চোখের সামনে দিব্যি রয়েছে ফুট ওভারব্রিজ। তবু লাইন পেরিয়েই নিত্য যাতায়াত যাত্রীদের। বার্নপুর রেল স্টেশনে এ ছবি রোজকার।
যাত্রীদের অভিযোগ, বার্নপুর রেলস্টেশনের ওই ওভারব্রিজটি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে অবস্থিত। ফলে ইচ্ছে থাকলেও সময় বাঁচানোর জন্য তাঁরা লাইন পেরিয়েই স্টেশনের বাইরে যাওয়া-আসা করেন। তাঁদের দাবি, রেল কর্তৃপক্ষকে বহু বার এ ব্যাপারে জানিয়েছেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। এই পরিস্থিতিতে প্ল্যাটফর্মের মাঝামাঝি নতুন একটি ফুট ওভারব্রিজ বানানোর দাবি জানিয়েছেন তাঁরা।
আসানসোল শিল্পাঞ্চলে বার্নপুর রেলস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাছাকাছি রয়েছে বার্নপুর ইস্কো কারখানা ও ইসিএলের একাধিক খনি-সহ নানা সরকারি ও বেসরকারি সংস্থা। ফলে প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ ট্রেনে চেপে কর্মস্থলে আসেন। তাঁদের অধিকাংশেরই দাবি, প্ল্যাটফর্মের মাঝখানে একটি ওভারব্রিজ বানানো হোক। তাহলে আর জীবনের ঝুঁকি নিয়ে লাইন পেরোতে হবে না। রেল যাত্রী মালতি নন্দীর কথায়, “স্টেশন থেকে বেরোনোর মূল গেটের কাছেই ওভারব্রিজ বানানো উচিত। তাহলে সুবিধা হবে মহিলা, বয়স্ক ও শিশুদের।” আর এক যাত্রী মনোজ শাহ বলেন, “এই ব্রিজটির জন্যই তো আমাদের বেশি দুর্ভোগ। ট্রেন থেকে নেমে অতদূরে যেতে পারব না। মাঝখানে একটা ব্রিজ বানানো হোক।” অবতার সিংহ নামে আরেক যাত্রী বলেন, “ইস্কোর শ্রমিক কর্মীদের কথা ভেবেই প্ল্যাটফর্মের মাঝখানে আরও একটা ব্রিজ বানানো হোক।” |
বার্নপুর স্টেশনে এভাবেই চলে যাতায়াত। —নিজস্ব চিত্র। |
প্ল্যাটফর্মের মাঝামাঝি নতুন একটি ওভারব্রিজ বানানোর দাবি নিয়ে সরব হয়েছেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরীও। তিনি এই দাবিকে সমর্থন জানিয়ে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে চিঠি দিয়েছেন। বংশগোপালবাবু বলেন, “নিত্যযাত্রীরা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি মন্ত্রীকে চিঠি লিখেছি। আশা করি আগামী রেল বাজেটের আগে সুরাহা মিলবে।” রেল দফতরের কনসাল্টেটিভ কমিটির সদস্য সুভাষ রায়ও চিঠি দিয়েছেন অধীরবাবুকে।
রেলের আদ্রা ডিভিশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিজয়কুমার মাজি বলেন, “এই সমস্যার কথা আমরাও শুনেছি। যাত্রীদের কীভাবে এই সমস্যা থেকে মুক্ত করা যায় আমরা তার চিন্তাভাবনা করছি।” রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে চিঠি দেওয়ার ব্যাপারে সাংসদ বংশগোপালবাবু বলেন, “নিত্যযাত্রীরা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি মন্ত্রীকে চিঠি লিখেছি। আশা করি আগামী রেল বাজেটের আগে সুরাহা মিলবে।”
তবে রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বার্নপুর স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মকে চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজ শেষ করার পরে দু’টি প্ল্যাটফর্মের সংযোগে নতুন একটি ফুট ওভারব্রিজ বানানোর পরিকল্পনা করা হবে। রেলের তরফেও একটি সমীক্ষা করে দেখা গিয়েছে, প্রতিদিন যে পরিমাণ যাত্রী এই স্টেশনে যাতায়াত করেন তাঁদের মধ্যে ১০ শতাংশ যাত্রী ফুট ওভারব্রিজটি ব্যবহার করেন। রেলের এক আধিকারিক দাবি করেছেন, নতুন একটি ফুট ওভারব্রিজ বানানোর জন্যই প্ল্যাটফর্ম চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |