জিতল মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
রাইপুর ব্লক স্পোটর্স অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি আয়োজিত দেবীদাস চট্টোপাধ্যায় ও ঋক বিশ্বাস স্মৃতি শিল্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (জুনিয়র)। শনিবার গড় রাইপুর হাইস্কুল মাঠে ফাইনালে তারা হাওড়ার বাগনান রত্না সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। প্রতিযোগিতায় চারটি দল যোগ দিয়েছিল। খেলা দেখতে মাঠে এসেছিলেন রাইপুরের বিডিও দীপঙ্কর দাস, রাইপুর থানার আইসি দেবাশিস নাথ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শান্তিনাথ মণ্ডল প্রমুখ। এ দিনই ওন্দার ভেটারা গ্রাম অম্বেডকর ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মেদিনীপুর গ্রামের যুব সঙ্ঘকে ২-০ গোলে পরাজিত করে মথুরা নেতাজি সঙ্ঘ।
|
তৃণমূলে রদবদল
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
যুব তৃণমূলের নতুন বাঁকুড়া জেলা সভাপতি হলেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলেন। দীর্ঘদিনে জেলা যুব সভাপতি পদে ছিলেন সুরজিৎ মুখোপাধ্যায়। তাঁকে বাঁকুড়া জেলা পরিষদের প্ল্যানিং কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এই রদবদলের কথা জানান তৃণমূলের জেলা কো-চেয়ারম্যান অরূপ চক্রবর্তী। সুরজিৎবাবু বলেন, “অনেক আগে থেকেই আমি যুব তৃণমূল সভাপতির পদ ছাড়তে চেয়েছিলাম। দলের নির্দেশ মেনে চলব।”
|
অবস্ট্রাকল রেসে নামল পুরুলিয়া সৈনিক স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। শনিবার স্কুলের মাঠে চারটি ছাত্রাবাস টেগোর হাউস, চিত্তরঞ্জন হাউস, পটেল হাউস ও তিলক হাউসের আবাসিকরা যোগ দিয়েছিল। চ্যাম্পিয়ন হয় পটেল হাউস, রানার্স হয় তিলক হাউস। পুরস্কার দেন স্কুলের অধ্যক্ষ কর্নেল বি এস ঘোরপোড়ে, বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এল কে পান্ডে প্রমুখ। |