দৌড় প্রতিযোগিতার উদ্বোধন |
বসিরহাট মেলা কর্তৃপক্ষ আয়োজিত ‘রোড রেস’-এ প্রথম হলেন মুরাদ গাজি। দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছেন যথাক্রমে মহম্মদ আজহারউদ্দিন এবং পূর্ণেন্দু মণ্ডল। রবিবার বসিরহাট ও টাকির মধ্যে ১২ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার মিহির বসু। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গোলাম বিশ্বাস প্রমুখ। টাকিতে ইছামতী নদীর ধারে এক অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী-সহ ১০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, তিলক বসু, অজয় মুখোপাধ্যায় প্রমুখ। উদ্যোক্তাদের তরফে সুকোমল বসু জানান, আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর বসিরহাট স্টেডিয়ামে আয়োজিত হবে ‘বসিরহাট মেলা’। এবার এই মেলা ১৭ বছরে পা দেবে।
|
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মনোরঞ্জন হালদার। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্তির পদ্মপুকুর গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর, সোমবার সন্ধ্যেয় বাড়িতে একা ছিল ওই নাবালিকা। সেই সময়ে প্রতিবেশী ওই মনোরঞ্জনবাবু তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। রবিবার সকালে বিষয়টি নিয়ে অভিযোগ হয় থানায়। পুলিশ অভিযুক্তকে ধরে। ডায়মন্ড হারবার আদালতে তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
|
ভয় পাচ্ছে বলেই তৃণমূল এখন রাজ্যের সর্বত্র হামলা এবং বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বলে অভিযোগ তুললেন বামফ্রন্ট শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম আয়োজিত নিউ ব্যারাকপুরের একটি সভায় রবিবার মানিকবাবু বলেন, “একের পর এক ভোটে তৃণমূল জিতছে। অথচ, ভোটের আগে, পরে এবং ভোটের দিনগুলিতে বিরোধীদের উপর হামলাও করছে। যাদের এত জনসমর্থন, তাদের হামলা করতে হচ্ছে কেন? তার মানে তৃণমূল আসলে মানুষকে ভয় পাচ্ছে।” আপাতত কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট না থাকলেও ভবিষ্যতে তারা জোট বাঁধতে পারে বলেও এ দিনের সভায় দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করেন মানিকবাবু। |