কামদাকিঙ্কর মুখোপাধ্যায় স্মৃতি গোল্ড কাপের ফাইনালকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। শনিবার রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দানে ফাইনালে মুখোমুখি হবে জঙ্গিপুরের মহম্মদ টাইগার্স ক্লাব ও বেলডাঙা কোচিং দল। ওই দিন মাঠে খেলা দেখতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সকাল, সন্ধ্যে বাড়তি অনুশীলনে তাই খামতি রাখছে না দুটি দলই। এর আগেও ওই দুটি দল বহু খেলায় মুখোমুখি হয়েছে। কিন্তু এবারের ফাইনালে ‘সূচ্যগ্র’ জমি ছাড়তে নারাজ ওই দুই দল।
গত বুধবারেও জঙ্গিপুরে অন্য একটি টুর্নামেন্টের ফাইনাল ছিল। স্থানীয় লোকজন অবশ্য বলছেন, ওটাকে ফাইনাল না বলে কেকেএমের মহড়া বলা ভাল। ওই ফাইনালে জঙ্গিপুরের মহম্মদপুর টাইগার্স ক্লাব ৩-২ গোলে বেলডাঙা কোচিং দলকে পরাজিত করে। কিন্তু দেশের রাষ্ট্রপতির সামনে ফুটবল খেলার ‘চাপ’ রয়েছে দু’দলের খেলোয়াড়দেরই। কেকেএম গোল্ড কাপে এর আগেও দু’বার ফাইনালে উঠেছিল টাইগার্স ক্লাব। কিন্তু দু’বারেই রানার্স হয়ে ফিরতে হয়েছে। বেলডাঙা কোচিং ক্লাব গতবছর কেকেএম গোল্ড কাপ জিতে এবারে পুনরায় উঠে এসেছে ফাইনালে। ফলে এবারের লড়াই যে সেয়ানে সেয়ানে তা বলাই বাহুল্য। |
অনুশীলনের পাশাপাশি দুটো দলের কর্তাদের কড়া নির্দেশ, “আগামী সাত দিন বাইরে কোথাও যাওয়া নয়। শরীরকে সুস্থ রাখতে এই কদিন চাপ মুক্ত থাকো। হালকা খাবার খাও।’’ বেলডাঙার টিম ম্যানেজার মসিফুর রহমানের কথায়, “স্ট্রাইকারে ইকবাল, ফিরোজ, মাঝ মাঠে তারিফ মোল্লা, বুদ্ধদেব মণ্ডল। ডিফেন্সে সুব্রত সরকার আর গোলরক্ষক গতবারের কেকেএম ফাইনালের সেরা খেলোয়াড় সৈফুদ্দিন। সবমিলিয়ে ব্যালান্সড টিম বেলডাঙা কোচিং। দলের ১৮ জন খেলোয়াড় সকলেই ফর্মে রয়েছেন। ভারতীয় সেনা দলের প্রাক্তন খেলোয়াড় জিয়াগঞ্জের প্রণব দাশ নিয়মিত বেলডাঙায় এসে কোচিং করাচ্ছেন ছেলেদের। তাই জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমরা।”
যদিও বেলডাঙা দলের অধিনায়ক তারিফ মোল্লা নিজেকে টেনশন মুক্ত রাখতে পারছেন না। তাঁর কথায়, “নিজেকে টেনশন ফ্রি রাখব মনে করছি। কিন্তু পারছি কই? আমাদের খেলা দেখবেন স্বয়ং রাষ্ট্রপতি! একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সকলেই চাইছেন, জয়ী দলের হয়ে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার ছবিটা এবার যেন বেলডাঙার ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায়।” তারিফ বলেন, “গত বছর কেকেএম কাপ জিতেছিলাম যে টিম নিয়ে এবারের দল তার থেকেও ভাল। কোচিং ক্লাবের ৬০ জন খেলোয়াড়ের মধ্যে থেকে সেরা ১৮ জনকে বেছে নিয়ে দল তৈরি করা হয়েছে। আশা করি জীবনের সেরা খেলাটা সকলেই খেলবেন।’’
প্রতিপক্ষ জঙ্গিপুরের টাইগার্সের খেলোয়াড়রা অবশ্য সকলেই এর আগেও প্রণববাবুর সামনে ফুটবল খেলেছেন। টাইগার্সের ক্রীড়া সম্পাদক আব্দুল মনি খান বলেন, ‘‘গত বুধবার আমরা মুখোমুখি হয়ে কেকেএমের মহড়া ম্যাচ খেলে ফেলেছি। খেলায় বেলডাঙাকে হারিয়েছি ৩-২ গোলে। আমাদের ফুটবলাররা তাই বাড়তি মনোবল পেয়ে গিয়েছেন। মাঠে বসে ৭০ মিনিট ধরে খেলা দেখবেন দেশের রাষ্ট্রপতি। তাঁর হাত থেকে গোল্ডকাপ নেওয়াটাই প্রধান চ্যালেঞ্জ আমাদের কাছে। মাঠে কয়েক হাজার দর্শক থাকবেন। তাঁদের কাছেও ভাল খেলা উপহার দিতে দু’বেলা অনুশীলন চলছে ক্লাবের মাঠে।’’ |