টুকরো খবর
বিক্ষোভ বাসকর্মীদের
পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখালেন বাসকর্মীরা। ফলে জেলার প্রায় ৩৮টি রুটের বাস চলাচল থমকে যায়। হয়রানির শিকার হন যাত্রীরা। জেলার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “কোনও পুলিশকর্মী এই ঘটনায় জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।” পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে এক পুলিশকর্মী মদ্যপ অবস্থায় সিগারেট হাতে মাজদিয়াগামী একটি বাসে ওঠে বলে অভিযোগ। বিক্ষোভকারী বাস চালক বিজয় ঘোষ বলেন, “কন্ডাক্টার ওই পুলিশকর্মীকে সিগারেট ফেলতে বলেন। কিন্তু ওই পুলিশকর্মী কন্ডাক্টারের গায়ে সিগারেটের ছ্যাকা দেন।” এরপরই বাসকর্মীরা ওই পুলিশকর্মীকে ঘরে আটকে রাখেন। ওই পুলিশকর্মীর ফোন পেয়ে তাঁর সহকর্মীরা ছুটে আসেন। অভিযোগ, তখন পুলিশকর্মীরা বাসশ্রমিকদের উপর লাঠি চালায়। শুরু হয় বিক্ষোভ। পরে পুলিশকর্তারা দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যা ৬টা নাগাদ উঠে যায় অবরোধ। নদিয়া জেলা বাস মালিক সমিতির কার্যকরি সমিতির সদস্য অসীম দত্ত বলেন, “পুলিশকর্মীরা বাস শ্রমিকদের লাঠিপেটা করতেই আমাদের কর্মীরা অবরোধ করে।”

বিজেপি ছেড়ে শাসকদলে যোগ
অন্য দল থেকে শাসকদলে যোগদান করার ধারা অব্যাহত। নদিয়ায় এত দিন কংগ্রেসের ভাঙন ধরিয়েছিল তৃণমূল। রবিবার বিজেপির কালীগঞ্জ ব্লকের সম্পাদক মহাদেব ঘোষ সদলবলে তৃণমূলে যোগ দেন। তাঁকে দলে স্বাগত জানান এলাকার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় সচিব নাসিরউদ্দিন আহমেদ। মহাদেববাবু ছাড়া প্রাক্তণ গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির প্রবীর রায়ও এ দিন শাসকদলে ভেড়েন। তৃণমূলে নাম লেখান কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপির অজ্ঞলি দাসও। দলত্যাগী মহাদেববাবুর বক্তব্য, “মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে শরিক করার জন্যই দল ছাড়লাম।” নাসিরউদ্দিন আহমেদের বক্তব্য, “মহাদেববাবু গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে প্রায় ১৭ হাজার ভোট পেয়েছিলেন। তাঁর যোগদানে আমাদের শক্তি বাড়বে।” জেলা বিজেপির সভাপতি কল্যান নন্দী অবশ্য বলেন, “আমার এ রকম কোনও খবর জানা নেই।”

গ্রেফতারের দাবি
রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা সিপিএমের বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্রকে গ্রেফতারের দাবি জানালেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নির্মল মাজি। রবিবার কৃষ্ণনগরে ফার্মাসিস্টদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এই মন্তব্য করেন স্টেট মেডিক্যাল কাউন্সিল ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি নির্মলবাবু। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্মলবাবু বলেন, “২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র প্রায় ৬ হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত। আমরা তার নথি জোগাড় করে মুখ্যমন্ত্রীকে দিয়েছি। তার ভিত্তিতে একটা তদন্ত কমিশনও গঠন করা হয়েছে।’’ সূর্যকান্তবাবুর গ্রেফতারের দাবিও জানান তিনি।

স্ত্রীকে খুনের অভিযোগ
গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল। রবিবার বেলডাঙার সারগাছি এলাকার এই ঘটনায় মৃতের নাম সাবিনা ইয়াসমিন (২৭)। ওই মহিলার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার স্বামী মহম্মদ বাসুকে গ্রেফতার করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.