টুকরো খবর |
দু’টি দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দু’টি পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হল। শনিবার দেশপ্রাণ ব্লকের মানিকপুরে বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় দেবব্রত দাস (৩০) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, এ দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। নাম শেখ সিরাজুল (৫৪)। বাড়ি খেজুরির হেড়িয়াতে। হেড়িয়া চৌমাথায় রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় শেখ সিরাজুল গুরুতর আহত হন। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লরি চালককে পুলিশ গ্রেফতার করেছে।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। মৃতের নাম টনু সাঁতরা (৬১)। রবিবার তমলুক শহরের রাধাবল্লভপুর এলাকার ঘটনা। কয়েকদিন ধরে পারিবারিক অশান্তির জেরে ওই বৃদ্ধ বাড়ি থেকে বেড়িয়ে যান। তারপর থেকে পরিবারের লোকেরা তাঁর কোনও খোঁজ পাননি। এ দিন সকালে স্থানীয় এক বাসিন্দা বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই বৃদ্ধের মৃতদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে তমলুক থানার পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পথ দুঘর্টনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম দীপু দাস (৩০)। বাড়ি নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর গ্রামে। রবিবার বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে বয়ালের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। বয়ালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে গেলে দীপুবাবু গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। |
|