সর্বভারতীয় যোগ প্রতিযোগিতায় প্রথম হল শান্তিপুরের এক চতুর্থ শ্রেণির ছাত্রী। ঝাড়খণ্ডের খেলগাঁও এর মেগা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত যোগ ফেডারেশন অফ ইণ্ডিয়া পরিচালিত ৩৮তম যোগা চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে বালিকাদের ৮ থেকে ১১ বছর বয়সের গ্রুপে প্রথম হয়েছে শান্তিপুরের চর জিজিরাপাড়ার বাসিন্দা রিয়া পাল। রিয়া শান্তিপুর আনন্দনিকেতন নার্সারি অ্যাণ্ড কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত তিন বছর ধরে শান্তিপুরের বেঙ্গল ইউনিটি ক্লাবে সে যোগ শেখে। এর আগে একাধিক প্রতিযোগিতায় যোগ দিয়ে সে বহু পুরস্কার জিতেছে। এই প্রথম সে রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দিয়ে সেখান থেকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করে। ওয়েস্ট বেঙ্গল স্টেট যোগা অ্যাসোসিয়েশনের কার্যকরি সমিতির সদস্য মানস মুখোপাধ্যায় বলেন, “মেয়েটি খুবই প্রতিভাবান। খুব দ্রুত উন্নতি করছে। ও অনেক দূর যাবে।” |
রিয়ার বাবা গণেশ পাল তাঁতের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরই উদ্যোগে তিন বছর আগে যোগাসন শেখা শুরু করে রিয়া। প্রতিদিন বিকেলে গণেশবাবু মেয়েকে ক্লাবে নিয়ে যান। গণেশবাবু বলেন, “ভেবেছিলাম মেয়েকে সাঁতার শেখাব। কিন্তু শান্তিপুরে তেমনভাবে সাঁতার শেখার সুযোগ না থাকায় ওকে যোগ ব্যায়াম শেখানোর ক্লাবে ভর্তি করে দিই।” এখন বুঝতে পারছি আমি কোনও ভুল করিনি।” রিয়ার প্রশিক্ষক উজ্জ্বল মণ্ডল বলছেন, “রিয়ার শেখার প্রতি ভীষণ আগ্রহ। সবকিছু খুব দ্রুত ধরতে পারে। ওর এই সাফল্যে আমরা সবাই গর্বিত।” তবে বড়দের এই উচ্ছ্বাসে তেমন আগ্রহ নেই ছোট্ট রিয়ার। সে বলছে, “সবাই খুশি হয়েছে আমি পুরস্কার পেয়েছি বলে। কিন্তু আমি খুশি হয়েছি ঠিকমতো যোগ ব্যায়ামগুলো করতে পেরে।”
|