রুনির রেকর্ড
নিজস্ব প্রতিবেদন |
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মান বাঁচালেন ওয়েন রুনি। শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ২-২ ড্র করল ডেভিড মোয়েসের ম্যাঞ্চেস্টার। তাও আবার ওয়েন রুনির জোড়া গোলের সৌজন্যে। প্রথমার্ধের শুরুতেই কাইল ওয়াকারের গোলে ০-১ পিছিয়ে পড়ে ম্যান ইউ। দ্বিতীয়ার্ধের শুরুতে স্যান্ড্রোর গোলে ২-১ করে টটেনহ্যাম। তার কিছুক্ষণ পরেই আবার পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচান রুনি। এ দিন আবার জোড়া গোল করে নতুন মাইলস্টোন ছুঁলেন ম্যান ইউর তারকা স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে নিজের ১৬৪তম গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিভারপুল কিংবদন্তি রবি ফাউলারকে টপকে পঞ্চম স্থানে উঠে এলেন রুনি। মরসুম শুরুর বিতর্ক ভুলে রুনি নিজের গোলের খিদে ফিরে পাওয়ায় খুশি কোচ মোয়েস। ম্যান ইউর স্কটিশ কোচ বলেন, “রুনি খুবই ভাল ফুটবলার। আশা করছি ও নিজের ভাল ফর্মটা রাখতে পারবে।”
|
পূজারার ডাবল
নিজস্ব প্রতিবেদন |
ধোনিদের ওয়ান ডে টিমের দক্ষিণ আফ্রিকায় যাওয়ার দিন তাঁর অধিনায়ককে স্বস্তিতে রাখলেন চেতেশ্বর পূজারা। রঞ্জিতে ডাবল সেঞ্চুরি করে। তামিলনাড়ুর বিরুদ্ধে পূজারার ২৬৯ রানের সুবাদে তিন পয়েন্ট পেল সৌরাষ্ট্র। তামিলনাড়ুর ৫৬৫-৮ রানের জবাবে সৌরাষ্ট্র করে ৫৮১-৬। পূজারা পরে টেস্টের বাকি সদস্যদের সঙ্গে যাবেন দক্ষিণ আফ্রিকা।
|
দ্রুততম (ম্যাচের ১৩ সেকেন্ডে) গোল করে জে রডরিগেজ। ছবি: এএফপি।
|
রবিন ফান পার্সি অথবা ফের্নান্দো তোরেস নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ মরসুমের দ্রুততম গোল করলেন সাউদাম্পটনের স্ট্রাইকার জে রডরিগেস। রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে প্রথম ১৩ সেকেন্ডের মধ্যেই গোল করেন রডরিগেজ। তবুও ম্যাচ ৩-১ জিতল চেলসি। এর আগে মরসুমের শুরুতে স্টোক সিটির গোলকিপার আসমির বেগোভিচ সবাইকে চমকে দিয়েছিলেন ১৩ সেকেন্ডে সাউদাম্পটনের বিরুদ্ধেই গোল করে। ইপিএলের ইতিহাসে দ্রুততম গোল টটেনহ্যাম ডিফেন্ডার লেডলি কিংয়ের। ২০০০-২০০১ মরসুমে টটেনহ্যাম ডিফেন্ডার এই গোলটি করেন ১১ সেকেন্ডে ব্র্যাডফোর্ডের বিরুদ্ধে। |